Pathaan: প্রেক্ষাগৃহের পর কবে ওটিটিতে মুক্তি পাবে 'পাঠান'? এল আদালতের নির্দেশ
Pathaan Updates: সমস্ত কিছু কাটিয়ে মুক্তি পেতে চলেছে। চলেছে সেন্সর বোর্ডের কাঁচিও। ফের 'পাঠান' নির্মাতাদের নতুন নির্দেশ দিল দিল্লির আদালত।
![Pathaan: প্রেক্ষাগৃহের পর কবে ওটিটিতে মুক্তি পাবে 'পাঠান'? এল আদালতের নির্দেশ Pathaan gets new directive from Delhi High Court, Shah Rukh Khan's film to release on Prime Video in April, know in details Pathaan: প্রেক্ষাগৃহের পর কবে ওটিটিতে মুক্তি পাবে 'পাঠান'? এল আদালতের নির্দেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/a102f19a1a03558ec9072fe38e91a9ca1673939555975214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। ছবিটি মুক্তির আগে থেকেই বিতর্ক দেখা দিয়েছে। সমস্ত কিছু কাটিয়ে মুক্তি পেতে চলেছে। চলেছে সেন্সর বোর্ডের কাঁচিও। ফের 'পাঠান' নির্মাতাদের নতুন নির্দেশ দিল দিল্লির আদালত।
">
'পাঠান' নির্মাতাদের নির্দেশ দিল্লি হাইকোর্টের-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 'পাঠান' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরই নির্মাতাদের নতুন নির্দেশ পাঠিয়েছে দিল্লির আদালত। তাদের পক্ষ থেকে যশরাজ ফিল্মসকে নির্দেশ পাঠানো হয়েছে যে, ছবিতে বেশ কিছু বদল আনতে। তার সঙ্গে সাবটাইটেল ব্যবহার এবং হিন্দিতে অডিও ডেসক্রিপশন রাখারও নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, ছবিতে কী কী বদল আনা হল, তা সেন্সর বোর্ডের কাছে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি জানা যাচ্ছে, এপ্রিলে প্রাইম ভিডিওস-এ মুক্তি পেতে পারে 'পাঠান'।
">
আরও পড়ুন - Katrina Kaif: ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? নয়া ছবিতে ফের বাড়ল জল্পনা
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রাণার মতো অভিনেতারা। ২৫ জানুয়ারি হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগুতে মুক্তি পাবে এই ছবি।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)