Pathaan News: মুক্তির দিনই 'পাঠান' অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ , ডাউনলোড করা যাচ্ছে এইচডি কোয়ালিটিতে!
Pathaan: কেবল হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষাতেও নাকি এই ছবিটি দেখা যাচ্ছে অনলাইনে। টরেন্ট ওয়েব সাইটে 1080p, 720p, 480p, 360p, 240p-তে ডাউনলোড করা যাচ্ছে পাঠান।
কলকাতা: একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আধুনিক হওয়ার এ এক অভিশাপ বটে। সিনেমা দেখার একমাত্র উপায় যখন ছিল সিনেমাহল, তখন টিকিট কেটে দলে দলে ছবি দেখতে যাওয়াটাই দস্তুর ছিল। কিন্তু যদি ঘরে বসে, হাতের মুঠোয় একেবারে বিনামূল্যে পেয়ে যাওয়া যায় পছন্দের সিনেমা, তাহলে সেটাই বেছে নিতে চান অনেকে। তবে এতে বিশাল অঙ্কের ক্ষতির মুখ দেখেন প্রযোজক থেকে শুর করে হল মালিকেরা। আর তাই, বিগ বাজেট ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা গোটা ইন্ডাস্ট্রির কাছে আতঙ্কের তো বটেই।
আর এই অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ার থাবা থেকে নাকি মুক্তি পায়নি শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত পাঠান (Pathaan)। অভিযোগ, এই ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে অনলাইনে। তাও এইচডি কোয়ালিটিতে। করা যাচ্ছে ডাউনলোডও!
কেবল হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষাতেও নাকি এই ছবিটি দেখা যাচ্ছে অনলাইনে। টরেন্ট ওয়েব সাইটে 1080p, 720p, 480p, 360p, 240p-তে ডাউনলোড করা যাচ্ছে পাঠান। এমনকি কিছু ওয়েব সাইট নাকি অনলাইনে স্ট্রিমিং শুরু করে দিয়েছে এই ছবির। যে ছবি দর্শকদের উত্তেজনা চরমে, সেই ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়া নির্মাতাদের কাছে মোটেই সুখবর নয়। যথাযথ ব্য়বস্থা নেওয়ার চেষ্টা করছেন তারা।
আরও পড়ুন:Pathaan Live Updates: অগ্রিম বুকিংয়ে রেকর্ড, 'পাঠান'- ম্যাজিক চলবে কি না, উত্তর মিলবে আজ
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।
ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলবে 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'