Pavitra Rishta 2 Teaser: ফিরছে ছোটপর্দার 'মানব-অর্চনা', অঙ্কিতা লোখণ্ডে শেয়ার করলেন 'পবিত্র রিশতা ২'-এর ঝলক
Pavitra Rishta 2 Teaser: রুপোলি পর্দায় অর্চনা-মানবের সম্পর্কের রসায়ন নিয়ে ফিরছে 'পবিত্র রিশতা ২'। বহু চর্চিত সেই ধারবাহিকের ছোট্ট একটি টিজার নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করেছেন অঙ্কিতা লোখণ্ডে।
নয়াদিল্লি: রুপোলি পর্দায় ফিরছে অর্চনা-মানবের সম্পর্কের রসায়ন। আগেই ঘোষণা করা হয়েছিল সেই কথা। সেই থেকে অনেকেই 'পবিত্র রিশতা ২'-এর পর্দায় আসার অপেক্ষায়। প্রথম সিজন 'পবিত্র রিশতা'-এর প্রবল জনপ্রিয়তার পর দ্বিতীয় সিজন নিয়ে আশাবাদী নির্মাতারা। তবে প্রথম সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। একতা কপূর প্রযোজিত এই ধারাবাহিকের দ্বিতীয় সিজনে মানবের চরিত্রে দেখা যাবে অপর জনপ্রিয় অভিনেতা শাহির শেখকে। অর্চনার চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতাই।
বহু চর্চিত সেই ধারবাহিকের ছোট্ট একটি টিজার নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করেছেন অঙ্কিতা লোখণ্ডে। কিছুক্ষণের ভিডিও থেকেই স্পষ্ট যে আরও একটি মনভোলানো প্রেমের গল্প উপহার পেতে চলেছেন দর্শক। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'মানব ও অর্চনা থাকলে, বাতাসে প্রেম তো থাকবেই! তাঁদের প্রেমের যাত্রায় আপনারাও সামিল হোন যা খুব শীঘ্রই "পবিত্র রিশতা"-এ পরিবর্তিত হতে চলেছে।' কিছুদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ধারাবাহিকটি।
View this post on Instagram
সম্প্রতি একতা কপূর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছোট ভিডিও পোস্ট করেন যাতে 'পবিত্র রিশতা'-এর প্রথম সিজনের বিভিন্ন মুহূর্তের কোলাজ দেখা গেছে। সেখানেও তিনি ঘোষণা করেন এই গণেশ চতুর্থীতে পর্দায় ফিরছে মানব-অর্চনা জুটি।
View this post on Instagram
যদিও 'পবিত্র রিশতা'-তে মানব অর্থাৎ সুশান্তের ছেড়ে যাওয়া চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শাহির শেখ। এই সিদ্ধান্তই যেন মেনে নিতে পারেননি অনেক দর্শক। তাঁদের মতে, সুশান্তের ভূমিকায় অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। ট্যুইটারে ট্রেন্ডিং হয় বয়কট পবিত্র রিশতা ২ হ্যাশট্যাগও। আর শাহির? সুশান্তের চরিত্রে অভিনয় করতে হবে শুনে তাঁর কী প্রতিক্রিয়া হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজের কথা লিখেছিলেন শাহির। তিনি জানান, 'আমায় যখন প্রথমবার 'পবিত্র রিশতা ২'-এর প্রস্তাব দেওয়া হয়, আমি কিছুটা পিছিয়ে এসেছিলাম। যে চরিত্রে সুশান্তের মুখ দর্শকদের মনে রয়েছে, তেমন একটা চরিত্রে অভিনয় করতে আমার দ্বিধা হয়েছিল। আমি প্রথমে ব্যাপারটায় ততটা গা করিনি। তারপর আমার মনে হল, সমস্ত চ্যালেঞ্জিং কাজের দিকেই এগিয়ে যেতেন সুশান্ত। কখনও পিছিয়ে আসেননি। সুশান্তের জুতোয় পা গলাতে ভয় পেয়েছিলাম। আর দর্শকদের মনে সুশান্তকে নিয়ে যা যা স্মৃতি আছে, সেই প্রত্যাশা পূরণে আরও। তাই আমি সেই চেষ্টাও করব না। আমার টিম আমাকে বোঝায়, সুশান্তের প্রতি শ্রদ্ধা রেখেই তৈরি হয়েছে সিরিজের চিত্রনাট্য। আমি ঠিক করেছি আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব, বাকিটা দর্শকের ওপর।'