Kanchan-Sreemoyee-Pinki: কাঞ্চন-শ্রীময়ীর জীবনে এসেছে কন্যাসন্তান, কেমন করে সময় কাটছে প্রাক্তন স্ত্রী পিঙ্কির?
Pinki on Kanchan Sreemoyee: সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি ছবি শেয়ার করে নিয়েছেন পিঙ্কি। মেকআপ ছাড়া সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁকে
কলকাতা: নতুন জীবন শুরু করেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। কোলে এসেছে কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় সদ্যই একরত্তির ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। রোজই হাসপাতাল থেকে নিজেদের জীবনের টুকরো টুকরো আপডেট শেয়ার করে নিচ্ছেন কাঞ্চন ঘরণী। কিন্তু কেমন আছেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি? তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি এই সময়টা কীভাবে কাটাচ্ছেন? সোশ্যাল মিডিয়াতেই মিলল তার হদিশ।
সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি ছবি শেয়ার করে নিয়েছেন পিঙ্কি। মেকআপ ছাড়া সেই ছবিতে দেখা যাচ্ছে পিঙ্কিকে। সেখানে তিনি লিখছেন, 'আরও একটা চ্যালেঞ্জ'। অনেকেই মনে করছেন, কাঞ্চন শ্রীময়ীর কন্যাসন্তান হওয়ার এই সময়টা পিঙ্কির কাছে বেশ কঠিন। ছেলে ওশকে নিয়ে একাই থাকেন পিঙ্কি। আর সেই কারণেই হয়তো তাঁর মনের মধ্যে এমন কোনও পরিস্থিতি চলছে যার দরুণ তিনি এমন পোস্ট করেছেন। তবে অনেকেই পিঙ্কির ছবিতে সমবেদনা জানিয়েছেন। এর আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিঙ্কি জানিয়েছিলেন, ছেলে ওশের ওপর কোনও প্রভাব পড়বে না কাঞ্চন-কন্যার।
View this post on Instagram
অন্যদিকে, সদ্য সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে একটি পোস্ট করেছিলেন শ্রীময়ী। সেখানে দেখা যাচ্ছে, কাঞ্চন চা বা স্যুপ খাইয়ে দিচ্ছেন শ্রীময়ীকে। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন শ্রীময়ী। অভিনেত্রী এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখছেন, 'সেই মানুষটা, যে বিবাহের আগে আমার সমস্ত খারাপ এবং ভাল মুহূর্তে আমার পাশে ছিল একজন ভাল বন্ধুর মতোই। সেই মানুষটা যে আমার প্রেগনেন্সি সফরের একেবারে প্রথম দিন থেকে আমার খেয়াল রেখেছে, শরীরের যত্ন নিয়েছে, আমার যখন যা খেতে ইচ্ছে করে এনে দিয়েছে, আমার মানসিক সমস্ত ওঠাপড়া হাসিমুখে সামলেছে, ভালবাসা দিয়ে আমায় আগলে রেখেছে.. এখনও আমায় আর আমার মেয়েকে ভালবাসা দিয়ে আগলে রেখেছে। কেবিনে আমার সঙ্গে রাতের পর রাত জেগেছে। হয়তো তোমার জন্যই আমি একটা প্রাণকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পেরেছি। এই মানুষটা আমায় আমার জীবনের সেরা উপহারটা দিয়েছে। তোমায় ভালবাসি।'
আরও পড়ুন: Disha Patani: সুযোগ পেলেই খেয়ে ফেলেন মিষ্টি, তবে সারাদিনে কোন ডায়েটে এত ফিট দিশা পাটানি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।