Bangladesh News: কলকাতা এবং আগরতলার দূতাবাসে বিক্ষোভ, দুই কূটনীতিককে ডেকে পাঠাল বাংলাদেশ
Bangladesh Update: কলকাতা এবং আগরতলার দূতাবাসে বিক্ষোভ, দুই কূটনীতিককে ডেকে পাঠাল বাংলাদেশ। কয়েকদিন আগেই কলকাতা এবং আগরতলার দূতাবাসে বিক্ষোভ হয়। চাপের মুখে ত্রিপুরার দূতাবাস বন্ধ করে দে বাংলাদেশ। উত্তাল বাংলাদেশ, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলছে লাগাতার অত্যাচার। তার প্রতিবাদে বাড়ছে বিক্ষোভ। লাগাতার হিন্দু- নিপীড়নের খবর করায়, গতকাল আমার নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন, BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। আর আজ তিনি ভারতীয় পণ্য় বয়কটের ডাক দিয়ে, স্ত্রীর কেনা ভারতীয় শাড়ি পোড়ালেন! কিন্তু তা করতে গিয়ে, যেটা সামনে এল, বাংলাদেশ এখনও ভারতীয় শাড়ির ওপরই নির্ভরশীল। কারণ, তিনি যখন শাড়িটা সামনে ছুড়ে ফেলে দিলেন, সেটা আবার কেউ সঙ্গে সঙ্গে কুড়িয়েও নিলেন! পোড়াতে গিয়ে রিজভি-সাহেব যখন দেখলেন, শাড়ি নেই, তখন যিনি শাড়ি তুলে নিয়েছিলেন, তাঁকে রীতিমতো ধমকও দিলেন BNP-র এই বর্ষীয়ান নেতা! ABP Ananda Live