Britney Spears Health: দেহের ডানদিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত, অসুস্থ পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স
Britney Spears: লম্বা পোস্টে পপ তারকা তাঁর যন্ত্রণার নিখুঁত বিবরণ দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, 'মজার ব্যাপার, আমি যখন নাচ করি তখন কোনও কষ্ট অনুভব করি না।'
নয়াদিল্লি: স্নায়ুর সমস্যায় আক্রান্ত পপ আইকন ব্রিটনি স্পিয়ার্স (Pop icon Britney Spears)। তাঁর শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত (nerve damage) হয়েছে বলে জানা যাচ্ছে, যা চিকিৎসা করে সারানো যাবে না।
স্নায়ুর সমস্যায় ভুগছেন ব্রিটনি স্পিয়ার্স
ক্যামেরার সামনে নাচ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাল থাকার আপ্রাণ চেষ্টা করে চলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। নাচের মাধ্যমেই যন্ত্রণা প্রশমিত করেন তিনি।
আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি তেমনই ভিডিও পোস্ট করেছেন ব্রিটনি স্পিয়ার্স। গানের তালে ঘুরে ঘুরে নাচ করছেন। এই ভিডিওর সঙ্গে লম্বা একটি নোটও লিখেছেন তিনি। ক্যাপশনে তিনি পরিষ্কার লেখেন, 'আমার শরীর ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে... ঈশ্বর ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না... কখনও কখনও মস্তিষ্কে ঠিক মতো অক্সিজেন না পৌঁছলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। আক্ষরিক অর্থেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। যাক গে, সেসব পুরনো গল্প... স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অসাড় হয়ে যায়। সপ্তাহে অন্তত তিন বার বিছানা থেকে উঠে দেখি হাতদুটো সম্পূর্ণ অসাড় হয়ে গেছে... স্নায়ুগুলো ছোট ছোট আর সেগুলো শরীরের ডানদিক থেকে গলা পর্যন্ত ছুঁচের মতো ফোটে এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাথায়... হুল ফোটে যেন, ভয়ঙ্কর...।'
View this post on Instagram
লম্বা পোস্টে পপ তারকা তাঁর যন্ত্রণার নিখুঁত বিবরণ দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, 'মজার ব্যাপার, আমি যখন নাচ করি তখন কোনও কষ্ট অনুভব করি না।' তাঁর মতে, হয়তো আগের মতো তিনি আর নাচ করতে পারেন না কিন্তু তিনি বিশ্বাস করেন নাচ তাঁর সুস্থ থাকার একটা উপায়। তিনি এখন অনেকটাই ভাল আছেন। সুস্থ, ভাল থাকার চেষ্টা করছেন অন্তত।