এক্সপ্লোর
Advertisement
অনুষ্কা শেট্টির সঙ্গে সত্যি সত্যিই প্রেম করছেন? কী বললেন প্রভাস
বাহুবলী আর দেবসেনা কি বাস্তবেও জুটি বাঁধবেন, এ নিয়ে জল্পনা শুধু আর দক্ষিণ ভারতে আটকে নেই। সারা দেশের প্রভাস-ভক্তরাই তাঁর হবু জীবনসঙ্গী কে হবেন, তাই নিয়ে নানারকম ভাবনা-চিন্তা করছেন। এরমধ্যেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রভাস।
নয়াদিল্লি: ‘বাহুবলী’তে প্রভাস-অনুষ্কার জুটির রোম্যান্সকে নতুন করে আবিষ্কার করেছে দর্শক। এস এস রাজামৌলির এই ছবি দেখেই পর্দার হিট জুটিকে নিয়ে আকাশকুসুম কল্পনা করতে শুরু করেছে দর্শক। বাহুবলী আর দেবসেনা কি বাস্তবেও জুটি বাঁধবেন, এ নিয়ে জল্পনা শুধু আর দক্ষিণ ভারতে আটকে নেই। সারা দেশের প্রভাস-ভক্তরাই তাঁর হবু জীবনসঙ্গী কে হবেন, তাই নিয়ে নানারকম ভাবনা-চিন্তা করছেন। এরমধ্যেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রভাস।
বাহুবলী অভিনেতা জানিয়েছেন, গুজব এই কারণেই রটে, যাতে ঘটনাটার অগ্রগতি ঘটে। বেশ কয়েক মাস আগে, অনুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে খুব জল্পনা হয়েছিল। মাঝে কিছুদিন থেমে থাকার পর আবারও শুরু হয়েছে তাঁদের নিয়ে নানারকম ‘রটনা’।
‘আমি আর অনুষ্কা ১১ বছর ধরে ভাল বন্ধু। যদি আমাদের মধ্যে কিছু ঘটে থাকত, তাহলে লুকোবো কেন? ’ প্রশ্ন প্রভাসের।
বিভিন্নসময় দুজনকে নিয়ে সরগরম হয়ে ওঠে ফিল্ম ম্যাগাজিন থেকে ফ্যান পেজগুলি। বাস্তবেও বাঁধা পড়তে চলেছেন বাহুবলী আর দেবসেনা, এমন কথা রটেছে বহুবারই।
‘মনে হচ্ছে, আমাদের দুজনের মধ্যে কোনও একজনের বিয়ে না-হওয়া অবধি এই জল্পনা থামবে না। তবে বিয়ে তো একদিন করতে হবেই। কেরিয়ারের শুরুতে এই নিয়ে ভেবেছিলাম। তারপর ছবি নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কোনও না কোনওদিন তো ভাববই।’
তাহলে কি বাস্তব জীবনে বাহুবলী আর দেবসেনাকে জুটি বাঁধতে দেখা যাবে না? উত্তর দেবে সময়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement