Prakash Raj: পড়ে গিয়ে আহত অভিনেতা প্রকাশ রাজ, হায়দরাবাদে অস্ত্রোপচার
মঙ্গলবার টুইটারে তিনি জানান যে পড়ে যাওয়ার ফলে সামান্য ফ্র্যাকচার হয়েছে।
![Prakash Raj: পড়ে গিয়ে আহত অভিনেতা প্রকাশ রাজ, হায়দরাবাদে অস্ত্রোপচার Prakash Raj suffers a fall ended up with a tiny fracture surgery in Hyderabad Prakash Raj: পড়ে গিয়ে আহত অভিনেতা প্রকাশ রাজ, হায়দরাবাদে অস্ত্রোপচার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/f7a007912aa7cdffecdaa22da5e6a5dc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: আচমকাই পড়ে গিয়ে হাড় ভাঙলেন অভিনেতা প্রকাশ রাজ। টুইটারে নিজেই এই খবর জানালেন অভিনেতা। মঙ্গলবার টুইটারে তিনি জানান যে পড়ে যাওয়ার ফলে সামান্য ফ্র্যাকচার হয়েছে। সেই ফ্র্যাকচার খুব কম হলেও তাঁকে অস্ত্রোপচার করাতে হবে বলেই জানান হয়েছে।
ইতিমধ্যেই হায়দরাবাদে একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। যদিও অভিনেতা তাঁর অনুরাগীদের জানিয়েছেন যে চিন্তার কিছু নেই। অনুরাগীদের প্রার্থনায় তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শেষ ইধারিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রকাশ রাজকে।
সম্প্রতি, প্রকাশ রাজকে ধনুশের আসন্ন ছবি তিরুচিত্রাম্বলমে মিথরান জওহরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তাঁর। ৫ অগস্ট চেন্নাইয়ে এই ছবির পুজোতেও উপস্থিত ছিলেন অভিনেতা। গত সপ্তাহে চেন্নাইয়ে ধনুশের এই ছবির শুটিং শুরু হয়েছিল।
টুইটারে অভিনেতা লেখেন, "একটা ছোট্ট পতন...ছোট্ট একটি ফ্র্যাকচার...অগত্যা হায়দরাবাদে উড়ে যাচ্ছে সার্জারি জন্য। আমার বন্ধু ডাঃ গুরুভারেড্ডি এই অস্ত্রোপচার করবেন অত্যন্ত সাবধানী হাতেই। আমি ভালই থাকব। চিন্তার কিছু নেই। আমাকে আপনাদের মননে রেখে দেবেন।"
অভিনেতার এই খবর শোনার পরই ডিরেক্টর নবীন, প্রোডিউসার বান্দলা গনেশ এবং অভিনেতা নীতিন সত্য তাঁর সুস্থতা কামনা করে টুইট করেন। তিনি যাতে দ্রুত সুথ হয়ে ওঠেন সেই শুভেচ্ছাবার্তাও জানান হয় অভিনেতা প্রকাশ রাজকে। প্রযোজক জানান, "প্লিজ, নিজের খেয়াল রেখো আন্না। কোনও প্রয়োজনে একটা ফোন করো। আমরা সকলে তোমার সঙ্গে আছি।"
প্রকাশ রাজকে পরিচালক বিজয় নাম্বিয়ারের এধিরিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। যা নবরসার নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি। সূত্রের খবর এখনও অভিনেতার ঝুলিতে বেশ কয়েকটি ছবির অফার রয়েছে। মেজর, KGF: Chapter 2, পুষ্প, আন্নাথে, শত্রু, সরকারু ভারী পাঠা এবং পন্নিয়িন সেলভান ছবিতে অভিনয় করতে পারেন প্রকাশ রাজ, এমনটাই খবর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)