Priyanka-Nick Update: সারোগেসির মাধ্যমে সন্তানপ্রাপ্তি, সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রিয়ঙ্কা-নিক
Priyanka-Nick Update: তাঁদের পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরাও। সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে নতুন অভিভাবকের পোস্টে। শুভেচ্ছা জানিয়েছেন একাধিক টিনসেল তারকাও।
মুম্বই: তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের (Nick Jonas) কোল আলো করে এল প্রথম সন্তান (First Child)। একেরারে ঠিকই পড়লেন। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিলেন অভিনেত্রী। তিনি জানান, অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে 'উচ্ছ্বসিত' প্রিয়ঙ্কা।
ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।' পোস্টে ট্যাগ করেছেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে।
View this post on Instagram
একই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী, গায়ক নিক জোনাস। তিনিও পোস্টে স্ত্রী প্রিয়ঙ্কাকে ট্যাগ করেছেন।
আরও পড়ুন: Salman Khan Update: প্রথমবার বান্ধবী ইউলিয়া ভান্তুরের সঙ্গে মিউজিক ভিডিওতে সলমন খান
View this post on Instagram
তাঁদের পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরাও। সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে নতুন অভিভাবকের পোস্টে। শুভেচ্ছা জানিয়েছেন একাধিক টিনসেল তারকাও। মাতৃত্বের স্বাদ, অভিভাবকত্বের স্বাদ একান্তের উপভোগ করতে চান নিক-প্রিয়ঙ্কা। সন্তানের আগমনের কথা জানালেও কন্যা সন্তান না পুত্র তা কিছুই খোলসা করেননি দম্পতি। তবে এই শুভক্ষণে, শুভেচ্ছা রইল আমাদেরও।