হলিউড যাত্রায় আর্থিক দিক থেকে লাভবানই হয়েছেন প্রিয়ঙ্কা। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৬-র ১ জুন থেকে ২০১৭-র ১ জুন পর্যন্ত তাঁর আয় হয়েছে ৬৪ কোটি টাকা।
2/8
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, প্রিয়ঙ্কার আয়ের মূল উত্স তাঁর এবিসি শো, কোয়ান্টিকো। এই শোয়ের এখন তৃতীয় পর্ব শুরু হয়েছে। এই স্পাই ড্রামার জন্য প্রতি মরশুমে প্রিয়ঙ্কার আয় ৩০ লক্ষ ডলার।
3/8
‘বেওয়াচ’-এর মাধ্যমে হলিউডের বড় পর্দায় অভিষেক ঘটেছে প্রিয়ঙ্কার।
4/8
গত বছর প্রযোজক হিসেবে তাঁর অভিষেক হয়েছে। মরাঠি সিনেমা ভেন্টিলেটর প্রযোজনা করেছেন প্রিয়ঙ্কা।
5/8
বলিউডের পাশাপাশি হলিউডেও জমি শক্ত করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।এজন্য তাঁর রোজগারও যে বেড়েছে, তা বলাই বাহুল্য। গত ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর আয় ১০ মিলিয়ন ডলার।অর্থাত্ ৬৪ কোটি টাকা। কিন্তু এরপরও আয়ের নিরিখে দীপিকা পাড়ুকোনের চেয়ে পিছিয়ে রয়েছেন তিনি। উল্লেখিত সময়ে দীপিকার আয় ছিল ১১ মিলিয়ন ডলার।
6/8
গ্ল্যামার ম্যাগাজিনকে গত এপ্রিলে দেওয়া সাক্ষাত্কারে প্রিয়ঙ্কা বলেছেন, বলিউড বা ভারতীয় অভিনেতারা যেমন সাধারণত হয়ে থাকেন, তিনি তেমনটা হতে চান না। একটু অন্য ধরনের হয়ে ওঠাই তাঁর পছন্দ।
7/8
গত অর্থবর্ষে বলিউডের সবচেয়ে বেশি আয়ের তারকাদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন প্রিয়ঙ্কা। ৩৮ মিলিয়ন রোজগার নিয়ে তালিকায় প্রথম স্থানে শাহরুখ খান।
8/8
প্রিয়ঙ্কার আয়ের অর্ধেকই এসেছে এনডোর্সমেন্ট চুক্তি থেকে।