Priyanka Chopra & Nick Jonas: নিক-প্রিয়ঙ্কার কোলে এল কন্যাসন্তান, খবর সূত্রের
'দেশি গার্ল'-এর কোলে এল কন্যাসন্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদসংস্থার সূত্রে খবর, নিক জোনাস (Nick Jonas) ও প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) সন্তান কন্যা।
কলকাতা: 'দেশি গার্ল'-এর কোলে এল কন্যাসন্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদসংস্থার সূত্রে খবর, নিক জোনাস (Nick Jonas) ও প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) সন্তান কন্যা। গতকাল অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সন্তানের জন্মের খবর দেন প্রিয়ঙ্কা। তবে সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। কেবল মা-বাবা হওয়ার খবরটুকুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তিনি।
গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।' পোস্টে ট্যাগ করেছেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে। একই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী, গায়ক নিক জোনাস। তিনিও পোস্টে স্ত্রী প্রিয়ঙ্কাকে ট্যাগ করেছেন।
আরও পড়ুন: সেই নস্ট্যালজিয়া মোড়া সৌমিত্র-কন্ঠ.. প্রকাশ্যে 'বেলাশুরু'-র ঝলক
তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের (Nick Jonas) কোল আলো করে এসেছে প্রথম সন্তান (First Child)। তাঁদের পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরাও। সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে নতুন অভিভাবকের পোস্টে। শুভেচ্ছা জানিয়েছেন একাধিক টিনসেল তারকাও। মাতৃত্বের স্বাদ, অভিভাবকত্বের স্বাদ একান্তের উপভোগ করতে চান নিক-প্রিয়ঙ্কা। সন্তানের আগমনের কথা জানালেও কন্যা সন্তান না পুত্র তা কিছুই খোলসা করেননি দম্পতি। তবে এই শুভক্ষণে, শুভেচ্ছা রইল আমাদেরও।
গতবছর দীপাবলির সময় একটি ছবি শেয়ার করে প্রিয়ঙ্কা জানান, একটি নতুন বাড়িতে থাকছেন তিনি ও তাঁর স্বামী নিক জোনাস। শুধু কী তাই, অভিনয়ের পাশাপাশি একটি রেস্তোরাঁও চালাচ্ছেন প্রিয়ঙ্কা। আগামী দিনে টেক্সট ফর ইউ (Text For You) ছবিতে দেখা যাবে প্রিয়ঙ্কাকে। বলিউডে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও ক্যাটরিনা কইফের (Katrina Kaif) সঙ্গে নতুন ছবি করছেন নায়িকা। ছবির নাম 'জি লে জারা' (Jee Le Zaraa)