এক্সপ্লোর
Advertisement
বিয়ের আগের দিন সন্ধে পর্যন্ত শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন প্রিয়ঙ্কা চোপড়া!
মুম্বই: মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। জানা গিয়েছে, বিয়ের আগের দিন সন্ধে পর্যন্ত কাজেই ব্যস্ত থাকবেন প্রিয়ঙ্কা। দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমার শ্যুটিং করবেন বিয়ের আগের দিন সন্ধে পর্যন্ত। রয় কপূর ফিল্মসের ব্যানারে এই সিনেমার প্রযোজনা করছেন সিদ্ধার্থ রয় কপূর। তিনিই প্রিয়ঙ্কার ওই ব্যস্ততার কথা জানিয়েছেন। সিদ্ধার্থ বলেছেন, প্রিয়ঙ্কা খুবই অদ্ভূত। বিয়ের আগের দিন পর্যন্ত ও আমাদের সঙ্গে কাজ করবে। ওর এই আচরণ খুবই পেশাদার বলে আমি মনে করছি।
দ্য স্কাই ইজ পিঙ্ক-এর নির্দেশক সোনালি বোস। সিনেমায় ফারহান আখতার প্রধান ভূমিকায় রয়েছেন। এখন দিল্লিতে সিনেমার শ্যুটিং চলছে। প্রিয়ঙ্কার বিয়েতে কি তিনি যোধপুরে যাবেন?এই প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ একটু হেসে বলেছেন, এ সব ব্যাপারে আগে থেকে নয়, সবকিছু হয়ে যাওয়ার পর কথা বলব।
প্রিয়ঙ্কা ও নিকের বিয়ের প্রস্তুতি রাজস্থানের জয়পুরে শুরু হতে চলেছে বলে খবর। উমেদ ভবন প্যালেসে খুব শীঘ্রই তাঁদের বিয়ে হতে চলেছে। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে কোনও সময় তাঁদের বিয়ে হবে। তবে বিয়ের তারিখ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
কিছুদিন আগে বিয়ের প্রস্তুতির কাজ তদারক করতে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া যোধপুরে গিয়েছিলেন। ওই সময় প্রশ্নের উত্তরে মধু চোপড়া বলেছিলেন, যোধপুর আমার খুবই পছন্দের শহর। সারা বিশ্ব ছেড়ে আমরা এখানে এসেছি।
বিয়ের প্রস্ততি সম্পর্কে তিনি বলেছিলেন, সব কিছু হয়ে গেলে তখন জানাব।
প্রিয়ঙ্কা ও নিক তাঁদের বিয়ে সংক্রান্ত খুঁটিনাটি গোপনও রেখেছেন। তবে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে শুধু পরিবারের লোকজন ও ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। সিনেমা দুনিয়ার বন্ধুবান্ধবদের জন্য পরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement