Bengali Web Series: শারীরিক নয়, মৌখিক অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প বলবে প্রিয়ঙ্কার 'লজ্জা'
Priyanka Sarkar: নতুন ফ্ল্যাট, দামি গাড়ি.. আপাতদৃষ্টিতে কিছুরই যেন অভাব নেই সংসারে। কিন্তু তবুও কেন সংসার থেকে, স্বামীর থেকে বিচ্ছেদ চায় প্রিয়ঙ্কার চরিত্র?
কলকাতা: সব অত্যাচার কি দেখা যায়? সব নির্যাতন কি শারীরিক হয়? যদি না হয়, যদি কোনও গার্হস্থ্য হিংসাকে চোখে দেখা না যায়, প্রমাণ করা না যায় তাহলে কি 'লজ্জা' পাওয়া উচিত? এই প্রশ্নই তুলে দিয়ে যায় অদিতি রায়ের পরিচালিত ওয়েব সিরিজ 'লজ্জা' (Lojja)। এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-কে। সদ্য মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। আগামী ২২ মার্চ 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।
ট্রেলারে সিরিজের যে ঝলক দেখা যায়, সেখানে প্রিয়ঙ্কাকে দেখা যায় সম্ভ্রান্ত এক পরিবারের গৃহবধূ হিসেবে। নতুন ফ্ল্যাট, দামি গাড়ি.. আপাতদৃষ্টিতে কিছুরই যেন অভাব নেই সংসারে। কিন্তু তবুও কেন সংসার থেকে, স্বামীর থেকে বিচ্ছেদ চায় প্রিয়ঙ্কার চরিত্র? সেই উত্তরই যেন খুঁজবে এই ওয়েব সিরিজ।
গার্হস্থ্য হিংসা নিয়ে বিভিন্ন ছবি ও ওয়েব সিরিজ তৈরি হয়েছে। বারে বারেই বিভিন্ন শিল্পের মাধ্যমে বলা হয়েছে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে মেয়েদের প্রতিবাদের কথা। গার্হস্থ্য হিংসা যে মেনে নেওয়ার নয়, সেই বার্তাই যেন দেওয়া হয়েছে বারে বারে। তবে হিংসা কি শুধুই শারীরিক? মৌখিক অপমান, অশ্লীল ভাষা যদি বারে বারে বিদ্ধ করে কোনও মানুষের ব্যক্তিত্বকে, সেটা কি নির্যাতন নয়? হিংসা নয়? এই প্রশ্নই তুলে দিয়ে যায় 'লজ্জা'।
এই সিরিজের ট্রেলার মুক্তির পরে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'এ এক অতি সাধারণ মেয়ের নিজের লজ্জা ভুলে গিয়ে, নির্লজ্জ হয়ে ওঠার গল্প। মৌখিক অপমানের বিরুদ্ধে গিয়ে, নিজের terms-এ অলক্ষ্মী হয়ে ওঠার গল্প'। ট্রেলারে ফুটে উঠেছে গোটা সিরিজেরই টুকরো টুকরো ছবি। বর্তমান সমাজে যে সমস্ত সমস্যাগুলির নিয়মিত সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, সেই সমস্ত পরিস্থিতিকেই পর্দায় গল্পের মোড়কে তুলে আনার প্রচেষ্টা পরিচালকের।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।