Promita Rudrajit: প্রথম বিবাহবার্ষিকীর উপহার রিল লাইফ রোম্যান্সের সুযোগ, বলছেন প্রমিতা-রুদ্রজিৎ
একই সেটে, একই ধারাবাহিকে অনস্ক্রিন রোম্যান্স করবেন তাঁরা। 'প্রথম বিবাহবার্ষিকীর সেরা উপহার নতুন ধারাবাহিকে একসঙ্গে কাজ', উচ্ছ্বসিত প্রমিতা চক্রবর্তী
কলকাতা: আজ স্বপ্নের বিয়ের দিনের প্রথম বর্ষপূর্তি। সকাল থেকে তাই ব্যস্ততা তাঁদের। তবে হ্যাঁ, বিশেষ দিনে কাজকে বাদ দেওয়া যায় না। তাই সকালে তড়িঘড়ি ফটোশ্য়ুট সেরেই শ্যুটিংয়ে ছুটবেন এই জুটি। তবে আলাদা সেটে নয়। একই সেটে, একই ধারাবাহিকে অনস্ক্রিন রোম্যান্স করবেন তাঁরা। 'প্রথম বিবাহবার্ষিকীর সেরা উপহার নতুন ধারাবাহিকে একসঙ্গে কাজ', উচ্ছ্বসিত প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty)।
ধারাবাহিক 'পিলু'-তে শিঞ্জিনীর ভূমিকায় অভিনয় করছেন প্রমিতা, আর তাঁর বিপরীতে রয়েছেন তাঁর রিয়েল লাইফ সঙ্গী রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee)। বিয়ের বয়স বাড়ার শুভেচ্ছা জানাতে তাঁদের ফোন করেছিল এবিপি লাইভ। কী পরিকল্পনা রয়েছে আজকের? মোবাইলের ওপার থেকে প্রমিতা বললেন, 'আজ সকালেই প্রথম বিবাহবার্ষিকীর ফটোশ্যুট করেছি। আমার মনে হয় ছবিগুলোই স্মৃতি। একটু পরেই শ্যুটিংয়ে বেরিয়ে যাব। সদ্য নতুন ধারাবাহিকে কাজ করছি একসঙ্গে। বিয়ের পর রিয়েল লাইফ জুটির রিল লাইফেও একসঙ্গে অভিনয় করার সুযোগ বড় একটা হয় না। এটাই আমার প্রথম বিবাহবার্ষিকীর উপহার। কাজকে বাদ দেওয়া যায় না, তাই শ্যুটিং বাতিল করিনি।' অর্থাৎ লাল গাউন আর সাদা ব্লেজারের সাজ পরিবর্তন করেই রঙ্গন আর শিঞ্জিনী সেজে ফেলবেন প্রমিতা রুদ্রজিৎ। ধারাবাহিকের গল্পে তাঁদের গানের পছন্দ আলাদা হলেও, বাস্তব জীবনে বেঁধে বেঁধেই থাকেন প্রমিতা-রুদ্রজিৎ।
আরও পড়ুন:Swarnendu Shruti: শ্যুটিংয়ে ব্যস্ত স্বর্ণেন্দু, দূর থেকেই ভালোবাসার বার্তা শ্রুতির
সারাদিন কী তবে পর্দায় প্রেম করেই কাটবে জুটির? হেসে প্রমিতা বললেন, 'না রাতে ফিরে ডিনারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ভালোবাসা মানে তো কেবল দুজন মানুষ নয়। রুদ্রজিৎ-এর মা ও আমাদের সঙ্গে রয়েছেন। আমার মা, বাবা আর রুদ্রর মা, সবাইকে নিয়ে বাইরে কোথাও খাওয়াদাওয়া করতে যাওয়ার ইচ্ছা আছে। দেখি কত তাড়াতাড়ি ছুটি পাই?'
আইনি বিয়ে সেরে এখন কলকাতার বুকেই সংসার পেতেছেন রুদ্রজিৎ-প্রমিতা। সামাজিক বিয়ের পরিকল্পনা কবে? লাজুক হেসে প্রমিতা বললেন, 'এই বছর পরিকল্পনা নেই। ইচ্ছা আছে আগামী বছর।'