Prosenjit-Rituparna: 'খুব বেশি জুটি ৫০তম ছবি পর্যন্ত গিয়েছে বলে মনে হয় না', 'অযোগ্য' হয়েও প্রসেনজিৎকে নিয়ে অকপট ঋতুপর্ণা
Entertainment News: কাঁচা-পাকা দাড়ি, পরিপাটি সাজ আর তীক্ষ চাহনিতে পোস্টারের একেবারে সামনেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পিছনে সিঁদুর, লাল টিপ আর আলগা চুলে ঋতুপর্ণা সেনগুপ্ত
কলকাতা: তাঁদের জুটি এখনও যেমন নস্ট্যালজিয়া দর্শকের কাছে, তেমনই প্রত্যেকবারই দর্শক প্রত্যাশা করেন নতুন কিছু! পায়ে পায়ে ৪৯টি ছবি সফলতার সঙ্গে পেরিয়ে এসেছেন তাঁরা। কিন্তু ৫০তম ছবিতে জুটি বেঁধে তাঁদের শুনতে হল, 'অযোগ্য'।
এই ছবির ঘোষণা হয়েছিল আগেই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র পরিচালনায় আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) ৫০তম ছবি। 'অযোগ্য'। আজ মুক্তি পেল এই ছবির প্রথম পোস্টার। এই ছবি এক অদ্ভূত সম্পর্কের গল্প বলবে, বলবে সমাজের গল্প, নারী পুরুষের সম্পর্কের গল্প।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে নতুন এই ছবি। 'অযোগ্য'। আজ মুক্তি পেল এই ছবির পোস্টার। কাঁচা-পাকা দাড়ি, পরিপাটি সাজ আর তীক্ষ চাহনিতে পোস্টারের একেবারে সামনেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পিছনে সিঁদুর, লাল টিপ আর আলগা চুলে ঋতুপর্ণা সেনগুপ্ত। আড়চোখে তাকিয়ে প্রসেনজিতের দিকে। এই পোস্টারে অবশ্য গল্পের ভাব বোঝা প্রায় অসম্ভব। তবে সম্ভবত স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁদের।
এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে (ABP Live) ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন, 'দর্শকদের চোখে আমাদের জুটি সেরা এটা তো বলতেই হবে। ৫০তম ছবি অবধি গিয়েছে এরকম জুটি নেই বললেই চলে।' ৭ জুন মুক্তি পাওয়ার কথা এই ছবির।
সদ্য মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজিত ছবি 'আলাপ'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সদ্য মুক্তি পাওয়া মিষ্টি এই প্রেমের গল্প প্রশংসিত হয়েছে বিভিন্ন জায়গাতেই। অন্যদিকে, সামনেই মুক্তি পাবে ঋতুপর্ণার নতুন ছবি 'দাবাড়ু' (Dabaru)। 'ম্যাডাম সেনগুপ্ত' (Madam Sengupta) বলে একটি থ্রিলারেরও শ্যুটিং করছেন ঋতুপর্ণা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।