Puja Banerjee Marriage: পান পাতায় মুখ ঢেকে পূজার প্রশ্ন, 'কনেকে দেখতে চান?'
বিয়ে শেষ, ফের ছকে বাঁধা জীবনে ফেরা। গোয়া থেকে মুম্বই ফিরলেন সদ্যবিবাহিত জুটি পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা।সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন সেই কথা।
![Puja Banerjee Marriage: পান পাতায় মুখ ঢেকে পূজার প্রশ্ন, 'কনেকে দেখতে চান?' Puja Banerjee Marriage: Actress Puja Banerjee shares glimpse from her wedding Puja Banerjee Marriage: পান পাতায় মুখ ঢেকে পূজার প্রশ্ন, 'কনেকে দেখতে চান?'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/17/1b32e56351e7af2d16fff5f8d67a202d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিয়ে শেষ, ফের ছকে বাঁধা জীবনে ফেরা। গোয়া থেকে মুম্বই ফিরলেন সদ্যবিবাহিত জুটি পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও কুণাল ভার্মা (Kunal Varma)।সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন সেই কথা।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নতুন বিবাহের পর ছবি শেয়ার করে নিয়েছিলেন পূজা। হালকা গোলাপি পোশাকে সাজলেন, ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এ সাজ তাঁদের বিয়ের নয়, বিবাহ পরবর্তী হালকা সাজের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। লিখলেন, 'আবার নতুনভাবে আমরা বিবাহিত, কুণাল ভার্মা, তুমি আমার পতিদেব।' সোশ্যাল মিডিয়ায় পূজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন কুণালও। লেখেন, 'তুমি আমার রানি হয়ে গেলে।'
আজ সোশ্যাল মিডিয়ায় একটি বেশ কয়েকটি পোস্ট করেন পূজা। একটি ছোট্ট ভিডিওতে তিনি পোস্ট করে নেন কণকাঞ্জলির ভিডিও। যদিও বিয়ের সাজ নয়, হালকা ছবিতে মজার দৃশ্যই ধরা পড়ে মা-মেয়ের মধ্যে। অপর একটি ছবি শেয়ার করেন পূজা। বিয়ের আসরের ছবি হলেও তাঁর মুখে ঢাকা পান পাতা। রহস্য জিইয়ে রেখে তিনি লিখলেন, 'কনেকে দেখতে চান?'
বিয়ের আগের দিন অর্থাৎ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, পূজার হাতে শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। আর তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল। পূজার মুখে দুষ্টুমির হাসি। ক্যাপশানে পূজা লিখেছেন, 'শেষমেশ মুঝস্ শাদি করোগি গাইতেই হল কুণাল ভার্মাকে।' আজ সোশ্যাল মিডিয়ায় পূজা যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা গেল না তাঁর বিয়ের সাজ। তবে ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল লাল বেনারসি আর কাজললতা ধরা পূজার একটি হাত। আগেই জানিয়েছিলেন, বিয়েতে লাল বেনারসি পরবেন পূজা, মণ্ডপে আসবেন পালকি করে। তাঁর অতিথি বন্ধুদের স্টেটাদে দেখা মিলল সমুদ্র তীরে সাজানো মণ্ডপ ও তাঁর পালকির।
গোয়ায় বিয়ের আসর বসেছিল এই বাঙালি অভিনেত্রীর। লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বিয়ের আসর। আর সেখানে হাজির ছিল নতুন বর-কনের একরত্তি ছেলেও!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)