Pushpa 2: জল্পনা ছিলই, এবার 'পুষ্পা ২'-এর মুক্তির দিন পিছিয়ে গেল একেবারে বছরের শেষে!
Pushpa 2 New Release Date: অল্লু অর্জুন আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। আর এই পোস্টে প্রথম মন্তব্য যাঁর, তিনি বাইশ গজের আরেক তারকা।
কলকাতা: অবশেষে প্রকাশ্যে 'পুষ্পা ২' (Pushpa 2)-এর মুক্তির দিন। ঘোষণা করলেন খোদ অল্লু অর্জুন (Allu Arjun)। বিস্তর জল্পনা, বারে বারে মুক্তির দিন পিছিয়ে গিয়ে অবশেষে প্রকাশ্যে নতুন মুক্তির দিন। এই ছবি মুক্তির কথা ছিল চলতি বছরের ১৫ অগাস্ট। আজ প্রকাশ্যে এল, ১৫ অগাস্ট নয়, চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছেন 'পুষ্পা ২'। নতুন মুক্তির দিনের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসেছে অল্লু অর্জুনের নতুন লুকও।
অল্লু অর্জুন আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। আর এই পোস্টে প্রথম মন্তব্য যাঁর, তিনি বাইশ গজের আরেক তারকা। সুরেশ রায়না (Suresh Raina)। তিনি লিখেছেন, 'দুর্দান্ত দেখতে লাগছে। অপেক্ষা করতে পারছি না।' এই ছবির মুক্তির দিন পিছনোর কারণ হিসেবে শোনা যাচ্ছে, ছবির পোস্ট প্রোডাকশনের এখনও অনেকটা কাজ বাকি। একাধিক দৃশ্যের শ্যুটিংও ফের করতে হবে। সেই কারণেই ছবির মুক্তির দিন পিছোতে হচ্ছে। যদিও প্রযোজনা সংস্থার দাবি, দর্শকদের আরও ভাল অভিজ্ঞতা দিতেই পোস্ট প্রোডাকশনের কাজ দীর্ঘায়িত হচ্ছে।
প্রসঙ্গত, এই ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)-কে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এই ছবির একটি গান। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে সেই গান। অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না ফের পর্দায় ফিরতে চলেছেন তাঁদের মন ছুঁয়ে যাওয়া রসায়ন নিয়ে। 'দ্য কাপল সং'-এ সেই আভাস স্পষ্ট। তেলুগু ভাষায় এই গানের নাম 'সুসেকি'। সাদামাটা পোশাকেই শ্রীভল্লি ওরফে রশ্মিকাকে দেখা গেল মন খুলে গানের তালে নাচতে, আর যোগ্য সঙ্গতে আইকন স্টার অল্লু অর্জুন। এই ছবির এটাই প্রথম গান যেখানে দুই মুখ্য চরিত্রকে একসঙ্গে দেখা গেল।
তবে নতুন মুক্তির দিন প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেল, এই জুটির রসায়ন দেখার জন্য আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
View this post on Instagram
আরও পড়ুন: Kiara Advani: 'কিয়ারা ভীষণ মেজাজি', বলি নায়িকার ব্যবহার নিয়ে অভিযোগ এক বিমানসেবিকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।