Sandipta Sen Birthday: 'আমার সব মন কেমনের ঠিকানা তুই', জন্মদিনে সন্দীপ্তার কাছে স্বীকারোক্তি রাহুলের
পাহাড়ে কোলের একটা সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন দুজনে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর সন্দীপ্তা সেন।
কলকাতা: পাহাড়ে কোলের একটা সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন দুজনে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর সন্দীপ্তা সেন। পড়ন্ত বিকেলে যেন স্পষ্ট বোঝাই যায় না দুজনকে। কিন্তু পরিচয় স্পষ্ট হয়ে যায় ছবির ক্যাপশানে। অভিনেতা লিখছেন, 'আমার সব মন কেমনের ঠিকানা তুই...শুভ জন্মদিন সন্দীপ্তা'
টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় এই দুই অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন। তবে এই গুঞ্জন নতুন নয়। রাহুল ও প্রিয়ঙ্কা সরকারের বৈবাহিক সম্পর্ক ভাঙার পিছনে কিছুটা হলেও সন্দীপ্তাকেই দায়ী করেছিলেন নেটিজেনরা। তবে বারংবার রাহুল ও সন্দীপ্তা বলে এসেছেন, তাঁদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্কই রয়েছে কেবল।
আজ রাহুলের পোস্টে কমেন্ট করেছেন বার্থ ডে গার্ল সন্দীপ্তা। রাহুলের নাম মেনশন করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর তাঁর সঙ্গে জুড়ে দিয়েছেন চোখে হার্ট সাইন ইমোজি। রাহুল ও তাঁর সম্পর্ক কী শুধুই বন্ধুত্বের? তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে সময় কাটানো, পরিবারের সঙ্গে মেলামেশা, সবই কী বন্ধুত্বের খাতিরে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে সন্দীপ্তা বলেছিলেন, 'বহুবার বলেছি, আবার বলছি, রাহুল আর আমি শুধু বন্ধু। আমাদের মধ্যে এর বাইরে আর কোনও সম্পর্ক নেই। এই সত্যিটা পাঠকরা বিশ্বাস করুন প্লিজ। আমি ক্লান্ত এই বিষয়টা নিয়ে বলতে বলতে। মানুষ আমায় এতদিন ভালোবেসেছেন আমার অভিনয়ের জন্য। এর মধ্যে সম্পর্ক, জটিলতা টানার কী প্রয়োজন? বুঝি, দর্শকদেরও আগ্রহ থাকে। কিন্তু রটনায় কান দেবেন না। ঘটনাটা জানা খুব জরুরি।'
আর রাহুল? আপাতত 'দেশের মাটি' ধারাবাহিকের অনস্ক্রিন জুটিতেই মজে তিনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই হামেশাই দেখা যায় পর্দার মাম্পি ওরফে রুকমা রায়ের সঙ্গে তাঁর ছবি। রাজা ও মাম্পি জুটির নামকরণ পর্যন্ত করে ফেলেছেন দর্শক। একসঙ্গে রাম্পি বলেই ডাকা হয় তাঁদের সেই নামটিও বেজায় পছন্দ রাহুলের। সোশ্যাল মিডিয়ার ক্যাপশানে দেখা যায় সেই ছোঁয়া। আর সন্দীপ্তার বিষয়ে? রাহুলের বক্তব্য, সন্দীপ্তার সঙ্গে তাঁর সম্পর্ক আগের মত নেই । বরং আরও গভীর হয়েছে।