![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Raksha Bandhan 2021: খুদে জাহাঙ্গিরের প্রথম রাখিবন্ধন উদযাপন, ছবি শেয়ার করলেন সোহা আলি খান
Raksha Bandhan 2021: খুদে নবাব জাহাঙ্গির তার প্রথম রাখিবন্ধন অনুষ্ঠান পালন করল বড়় দিদি ইনায়া খেমুর সঙ্গে, তাঁদের মুম্বইয়ের বাড়িতে। সেলিব্রেশনের বেশ কিছু ছবি পোস্ট করলেন সোহা আলি খান।
![Raksha Bandhan 2021: খুদে জাহাঙ্গিরের প্রথম রাখিবন্ধন উদযাপন, ছবি শেয়ার করলেন সোহা আলি খান Raksha Bandhan 2021: this adorable pic of Kareena Kapoors son Jehangir Ali Khan with Cousin Inaaya will melt your hearts Raksha Bandhan 2021: খুদে জাহাঙ্গিরের প্রথম রাখিবন্ধন উদযাপন, ছবি শেয়ার করলেন সোহা আলি খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/24/0a92e0bca316ea65077c1ee05f3e77d6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্য ৬ মাসে পা দিয়েছে সেফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূরের (Kareena Kapoor) দ্বিতীয় সন্তান জাহাঙ্গির আলি খান (Jehangir Ali Khan)। খুদে নবাব তার প্রথম রাখিবন্ধন অনুষ্ঠান পালন করল বড়় দিদি ইনায়া খেমুর (Inaaya Khemu) সঙ্গে, তাঁদের মুম্বইয়ের বাড়িতে। রাখিবন্ধন উদযাপনের বেশ কিছু ছবি নিজের সোশাল সাইটে পোস্ট করেন সেফ আলি খানের বোন অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali khan)।
রাখিবন্ধন ২০২১ উদযাপনের মিষ্টি ছবিগুলো দেখে আপনারও মন গলবে। একটি ছবিতে দেখা গেল একরত্তি ভাই জেকে আদর করে চুম্বন দিচ্ছে দিদি ইনায়া। সেই ছবির ক্যাপশনে সোহা লিখেছেন, 'ফার্স্ট রাখী' অর্থাৎ জাহাঙ্গিরের প্রথম রাখী উদযাপন। ছবিটিতে করিনা কপূরকে ট্যাগও করেছেন সোহা। হলুদ আউটফিটে পুঁচকে জে অবাক চোখে দেখছে দিদিকে। নীল ফ্রকে নজর কাড়ছে ইনায়াও। দুই খুদের আদুরে ছবিতে কমেন্টের বন্যা। শ্বেতা বচ্চন, সাবা আলি খান থেকে শুরু করে অনুরাগীরা, কমেন্টেই দুই পুঁচকেকে ভালবাসা দিলেন সকলে।
View this post on Instagram
সেফ আলি খান তাঁর ৫১ তম জন্মদিন পালন করতে সপরিবারে পাড়ি দিয়েছিলেন মলদ্বীপে। সদ্য় মুম্বই থেকে ফেরার পর সোহা ও ইনায়ার বাড়িতে রাখী উদযাপন করেন সেফ, তৈমুর, জে।
View this post on Instagram
সেফ-করিনার আগামী ছবি:
কর্মক্ষেত্রে সেফ আলি খানকে এরপর দেখা যাবে 'ভুত পুলিশ' ছবিতে। হরর কমেডি ঘরানার এই ছবিতে সেফের বিপরীতে দেখা যাবে ইয়ামি গৌতম, জ্যাকলিন ফার্নান্ডেজ ও অর্জুন কপূরকে। আগামী ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও 'বান্টি ঔর বাবলি ২' এবং 'আদিপুরুষ' ছবিদুটি রয়েছে তাঁর ঝুলিতে।
করিনা কপূরকে এরপর দেখা যাবে 'লাল সিং চাড্ডা' ছবিতে। বলি তারকা আমির খানের বিপরীতে অভিনয় করবেন বেবো। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)