Rakul Preet: মিটিয়ে দেয় সব সমস্যা! কোন খাবার ডায়েট ভোলায় রকুলপ্রীতকে?
Rakul Preet on World Chocolate Day: ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেই শরীরচর্চা, নিজের যত্ন নেওয়া.. কীভাবে সবটা সামলান রকুল প্রীত?
কলকাতা: আজ বিশ্ব চকোলেট দিবস (World Chocolate Day)। আট থেকে আশি, চকোলেট হাতে পেলেই যেন সবাই শিশু, লোভ সামলানো মুশকিল। বলি নায়িকাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অন্যরকম না মোটেই। কড়া ডায়েট যাঁদের সারা বছরের সঙ্গী, তাঁরাও চকোলেট পেলে বোধহয় ভোলেন সবটাই। প্রমাণ মিলল আজ অভিনেত্রী রকুলপ্রীত (Raku Preet)-এর সোশ্যাল মিডিয়ার পাতায়।
ইনস্টাগ্রামে আজ নিজের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। সেখানে কখনও তিনি মজেছেন চকোলেট আইসক্রিমে কখনও আবার শেয়ার করে নিয়েছেন, এক কাপ উপচে পড়া হট চকোলেটের ছবি বা জন্মদিনে একাধিক কেকের সমাহার। রকুলপ্রীত লিখেছেন, 'এই পৃথিবীতে এমন কোনও সমস্যা নেই যা এই লোভনীয় চকোলেট মিটিয়ে ফেলতে পারে না। হ্যাপি ওয়ার্ল্ড চকোলেট ডে।'
সদ্য ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রকুলপ্রীতের ছবি 'আই লাভ ইউ' (I Love You)। এই ছবিটি একটি রোম্যান্টিক থ্রিলার। রকুল প্রীত জানিয়েছেন, এই ছবিটির চিত্রনাট্য পছন্দ হওয়াতেই তিনি রাজি হয়েছিলেন ছবিটিতে অভিনয় করতে। বিভিন্ন ছবি ও চরিত্র নির্বাচন নিয়ে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে রকুল প্রীত বলেন, 'আমি চরিত্র নির্বাচনের সময় সবসময় মাথায় রাখি আমার আগের ছবি ও চরিত্রটি যেন পরের থেকে একেবারে আলাদা হয়। আমি নিজেকে নিজে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ দিতে ভালবাসি।'
ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেই শরীরচর্চা, নিজের যত্ন নেওয়া.. কীভাবে সবটা সামলান রকুল প্রীত? অভিনেত্রী বলছেন, 'আমার মনে হয়, কেউ কাউকে নিয়মানুবর্তিতা শেখাতে পারে না। আমি ছোট থেকেই ভীষণ নিয়ম মেনে বড় হয়েছি। সেনা পরিবারে বড় হওয়ার জন্য নিয়মানুবর্তিতা বোধহয় আমার রক্তে। আর আমরা যেমন বাড়ি পরিষ্কার করি, যত্ন নিই, সমানভাবে আমাদের উচিত নিজেদের যত্ন নেওয়াও। আমি একটা লম্বা, সুস্থ জীবন যাপন চাই।'
মনখারাপ হলে কী করেন রকুল প্রীত? অভিনেত্রী বলছেন, 'যখন কোনও মানুষ একজন পাবলিক ফিগার হয়ে যায়, তখন বোধহয় তার একা থাকার সময় কমে আসে। নিজেকে বুঝে নিতে হয় কোন কোন জিনিসে খারাপ লাগতে পারে আর সেগুলোকে এড়িয়ে চলতে হয়। আমি কখনও মনখারাপকে নিজের ওপর খুব বেশি প্রভাব বিস্তার করতে দিই না। নিজেকে হয় কাজে ব্যস্ত করে ফেলি অথবা ধ্যান করি। আমি নিজেকে কিছুক্ষণ বোঝাই.. নিজের সমস্ত আবেগগুলোকে লুকিয়ে ফেলা ভীষণ জরুরি। আমি মনখারাপ কাটাতে নিজের সঙ্গে নিজে কথাও বলি। আমি খেলাধূলো ভালবাসি। মাঝে মাঝে খেলতেও চলে যাই মন খারাপ হলে। কখনও সিনেমা দেখি। মোট কথা, কারোও সামনে মনখারাপটা প্রকাশ পেতে দিই না।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial