Bollywood News: দীপাবলির পরেই সুখবর, বাবা-মা হচ্ছেন আরও এক তারকা দম্পতি!
Bollywood News Update: আলোর উৎসবের পরেই রাম চরণ খবর দিলেন, ফের বাবা হতে চলেছেন তিনি!

কলকাতা: বলিউডে এখন একের পর এক সুখবর দিচ্ছেন তারকারা। ভিকি কৌশল (Vicky Kaushal) - ক্যাটরিনা কইফ (Katrina Kaif) থেকে শুরু করে রাজকুমার রাও (Rajkumar Rao) - পত্রলেখা, প্রত্যেকেই জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে সন্তান। আর আলোর উৎসব, দীপাবলির পরেই সুখবর দিলেন দক্ষিণী তারকা রাম চরণ। ফের বাবা হতে চলেছেন তিনি। একটা সময়ে রামচরণের স্ত্রী উপাসনা জানিয়েছেন, তাঁদের এখনই সন্তান নেওয়ার পরিকল্পনা নেই। তবে, আলোর উৎসবের পরেই রাম চরণ খবর দিলেন, ফের বাবা হতে চলেছেন তিনি!
বিয়ের ১০ বছরের মাথায় প্রথমবার কন্যাসন্তানের বাবা-মা হন রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। তারকারা মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। ক্লিনের বয়স এখন মাত্র ২ বছর, আর তার মধ্যেই রাম চরণের পরিবারে আসছে ক্লিনের নতুন খেলার সঙ্গী। উপাসনা জানিয়েছেন, এবার দীপাবলিতে জোড়া উৎসব হয়েছে। তাঁর কথায়, 'এবার দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি, দ্বিগুণ ভালবাসা। আমরা কৃতজ্ঞতাবোধ করছি। খুব তাড়াতাড়িই একটা নতুন শুরু করতে চলেছি আমরা। আর এই ভিডিও দেখেই প্রত্যেকেই ধরে নিয়েছেন, নতুন সদস্য আসতে চলেছে রামচরণ আর উপাসনার পরিবারে। তবে এখনও পর্যন্ত সরাসরি সন্তানের কথা বলেননি রামচরণ বা উপাসনা কেউই। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে রামচরণ আর উপাসনার তরফ থেকে। তবে অনেকেই মনে করছেন, এই সিনেমা উপাসনার সাধের।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল 'গেমচেঞ্জার' (Game Changer) ছবিটি। রামচরণের সঙ্গে এই সিনেমায় দেখা গিয়েছিল কিয়ারা আডবাণীকে। কিন্তু বক্সঅফিসে একেবারেই সাফল্য পায়নি। কিয়ারা আডবাণী-র সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে 'না না হায় রা না' গানটি। কিন্তু শ্যুটিংয়ে পরেও কেন এই গানটি ছবি থেকে বাদ পড়ল, তা নিয়ে অনুরাগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শ্যুটিং হয়ে যাওয়ার পরেও কেন ছবি মুক্তির পরে এই গানটি দেখতে পেলেন না তাঁরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আর আজ, 'গেম চেঞ্জার' টিমের তরফ থেকে অনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হল, কেন বাদ পড়েছে এই গানটি। 'না না হায় রা না' হল প্রথম ভারতীয় গান যেটি ক্যামেরার infrared lens-এ শ্যুটিং করা হয়েছে। এই লেন্সের বিশেষত্ব হল, এতে দৃশ্যপট আরও বেশি জীবন্ত বলে মনে হয়। তবে এই লেন্সে শ্যুটিং করার ফলেই, এই গানটি এডিটের সময় কিছু সমস্যা দেখা দিয়েছে। গানটিকে তাই যথা সময়ে ছবির মধ্যে রাখা যায়নি।
View this post on Instagram



















