Ranbir-Alia Wedding: অতিথি তালিকা থেকে বিয়ের পোশাক, রণবীর-আলিয়ার বিয়ের বিস্তারিত তথ্য জানুন
জানা যাচ্ছে, চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। পাশাপাশি হাই ভোল্টের বিয়েতে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন কিংবা বিয়ের পোশাকই বা কী হতে চলেছে, সে সম্পর্কে জানা গেল নানা তথ্য।
মুম্বই: আর মাত্র কয়েকটা দিন পরই বলিউডের দুই জনপ্রিয় তারকার বিয়ে হতে চলেছে। আর এই দুই জনপ্রিয় তারকা নান আদার দ্যান রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। ইতিমধ্যেই তাঁদের বিয়ের খবরে উত্তাল বি টাউন থেকে নেট দুনিয়া। অনুরাগী থেকে অন্যান্য় তারকারাও এই দুই তারকার বিয়ের দিন গুনছেন। সম্প্রতি বিভিন্ন সূত্রে রণবীর-আলিয়ার বিয়ের (Ranbir-Alia Wedding) বিস্তারিত তথ্য জানা গেল।
রণবীর কপূর ও আলিয়া ভট্ট। বলিউডের দুই নামকরা তারকা। তেমনই অনুরাগীদের অত্যন্ত পছন্দের জুটি। পর্দায় তাঁরা জুটি বাঁধছেন 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। যদিও ছবিটি মুক্তি পেতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। তার আগে বাস্তব জীবনে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। এর পাশাপাশি হাই ভোল্টের বিয়েতে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন কিংবা বিয়ের পোশাকই বা কী হতে চলেছে, সে সম্পর্কে জানা গেল নানা তথ্য।
আরও পড়ুন - Hrithik Roshan-Sussanne Khan: বিমানবন্দরে সাবার হাত ধরে প্রকাশ্যে হৃত্বিক, প্রতিশোধ নিলেন সুজান
সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত থাকতে পারেন বলিউডের একঝাঁক তারকা। পরিচালক সঞ্জয়লীলা বনশালী, জোয়া আখতার, অভিনেতা বরুণ ধবন থেকে মাসাবা গুপ্তারা হাজির থাকতে পারেন। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই তারকার রিসেপশন পার্টতে দেখা যেতে পারে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া, শাহরুখ খান, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রয় কপূর, কর্ণ জোহরকে। রণবীর-আলিয়ার বিয়ের পোশাক নিয়েও নানা তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিয়েতে আলিয়া ভট্ট সাজবেন মনীশ মলহোত্র এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে। যদিও দুই তারকার পক্ষ থেকে কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
অন্যদিকে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের প্রথম একসঙ্গে জুটি বেঁধে ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাবে চলতি বছর ৯ সেপ্টেম্বর।