এক্সপ্লোর
Advertisement
'রণবীরকে ঋষির শূন্যস্থান পূরণ করতে হবে' বললেন শত্রুঘ্ন সিনহা
'রণবীরকে ঋষির খালি জায়গা পূরণ করতে হবে' মন্তব্য শত্রুঘ্ন সিনহার। বলিউডে পর পর দুই মহারথীর প্রয়াণে তৈরি হয়েছে শূন্যতা। গত ২৯ মার্চ ইরফান খান ও তারপর ৩০ মার্চ ঋষি কপূর, বলিউডের আকাশে এই দুই নক্ষত্রপতনে শোকাস্তব্ধ গোটা টিনসেল টাউন।
মুম্বই: 'রণবীরকে ঋষির খালি জায়গা পূরণ করতে হবে' মন্তব্য শত্রুঘ্ন সিনহার। বলিউডে পর পর দুই মহারথীর প্রয়াণে তৈরি হয়েছে শূন্যতা। গত ২৯ মার্চ ইরফান খান ও তারপর ৩০ মার্চ ঋষি কপূর, বলিউডের আকাশে এই দুই নক্ষত্রপতনে শোকাস্তব্ধ গোটা টিনসেল টাউন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেন, 'ইরফান অত্যন্ত প্রতিভাবান অভিনেতা ছিলেন। তিনি নিজের অভিনয়ের মাধ্য়মে স্বপ্নকে সত্যি করেছেন। আমি সম্প্রতি ওঁর শেষ বই আংরেজি মিডিয়াম দেখলাম। তাঁর অভিনয় আগামী প্রজন্মকে অনেক কিছু শিখতে সাহায্য করবে।'
ঋষি কপূরের কথা বলতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, 'রাজেন্দ্র কুমার ও রাকেশ খন্নার পর বলিউডে রোম্যান্টিক ছবির মুখই ছিলেন ঋষি কপূর।' তিনি আরও বলেন, 'রণবীরের সঙ্গে ঋষিকে তুলনা করতে আমি নারাজ। দুজনের অভিনয়েই নিজস্বতা রয়েছে। তবে এটুকুই বলব, বাপ কা বেটা-র মত কাজ করতে হবে রণবীরকে।'
বর্তমানে নিজের পরিবারের সঙ্গে লকডাউন কাটাচ্ছেন নায়ক, রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement