Ranbir Kapoor: স্ত্রী আলিয়ার কাছে হেরে গেলেন রণবীর কপূর?
Bollywood Celebrity Updates: অন্য অভিনেতাদের কাছে শুধু নয়, স্ত্রী আলিয়ার কাছেই এবার হেরে গেলেন রণবীর কপূর?
মুম্বই: সম্পর্কে তাঁরা দম্পতি হলেও, পেশার দিক থেকে তাঁরা দুজনেই অভিনেতা। এবং দুজনেই বলিউডের প্রতিষ্ঠিত নায়ক ও নায়িকা। চলতি বছরই বিয়ে সেরেছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁদের বিয়ের পরই নেটিজেনদের একাংশ মন্তব্য করেছিলেন যে, পেশাগত দিক থেকে রণবীরের থেকে আলিয়া অনেক বেশি সফল। এবং তাঁর ব্র্যান্ড ভ্যালুও বেশি। এরইসঙ্গে চলতি বছর আলিয়া ভট্টের যে কটি ছবি এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে, সবকটিই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। অন্য অভিনেতাদের কাছে শুধু নয়, স্ত্রী আলিয়ার কাছেই এবার হেরে গেলেন রণবীর কপূর?
শেষ মুক্তি পাওয়া ছবির বক্স অফিস কালেকশনে কে এগিয়ে? রণবীর নাকি আলিয়া?
দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে গতকাল পর্দায় ফিরেছেন রণবীর কপূর। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'সঞ্জু' ছবিতে। বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করে রণবীর প্রশংসিত হন। ছবিটিও বক্স অফিসে সাফল্য পায়। মাঝে দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। আর গতকাল মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা' (Shamshera)। অন্যদিকে, আলিয়া ভট্টকে শেষবার মুখ্য চরিত্রে দেখা গিয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবিতে। একার কাঁধে দায়িত্ব নিয়ে ছবিকে সফল করেন আলিয়া। খুব কম সময়ের মধ্যেই তা বক্স অফিসে সাফল্য পায়।
আরও পড়ুন - Vivek Agnihotri New Film: 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের আগামী ছবিতে এবার গল্প দেখবেন দর্শকেরা?
আজ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকাটি চলতি বছর মুক্তি পাওয়া বলিউড ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন। তালিকায় প্রথম পাঁচটি ছবির নাম রয়েছে। তাতে দেখা যাচ্ছে, আলিয়া ভট্টের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' প্রথমদিন ব্যবসা করে ১০.৫০ কোটি টাকার। আর রণবীর কপূরের 'শামশেরা' প্রথমদিন ব্যবসা করে ১০.২৫ কোটি টাকার।<
>