এক্সপ্লোর
আলিয়ার সঙ্গে বিয়ের জল্পনা নিয়ে মুখ খুললেন রণবীর কপূর
মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদান এবং দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের আগামী নভেম্বরে বিয়ের খবরের সঙ্গে রণবীর কপূর ও আলিয়া ভট্টর বিয়ে নিয়েও জোর জল্পনা চলছে। কোনও কোনও মহলের খবর, খুব শীঘ্রই গার্লফ্রেন্ড আলিয়াকে বিয়ে করবেন রণবীর কপূর। এক সাক্ষাত্কারে রণবীর আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন।এরপর দুজনের বিয়ে নিয়ে গুঞ্জনের মাত্রা আরও বেড়েছে। এক সাক্ষাত্কারে রণবীরকে আলিয়ার সঙ্গে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, লোকজন মনগড়া কাহিনী তৈরি করে এবং এরপর আরও কাহিনী তৈরি হতে থাকে। আর এর ধারা চলতেই থাকে।
রণবীর আরও বলেছেন, বিয়ে হল এমন একটা বিষয়, যা সময় হলে নিজে থেকেই হয়ে যায়। তিনি আরও বলেছেন, এমনটা হয় না যে, আমি বলব আমার ৩৫ বছর বয়স হয়ে গিয়েছে। তাই এখন আমার বিয়ে করে নেওয়া উচিত। আসলে পুরো বিষয়টিই নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার সঙ্গী বিয়ে নিয়ে কী ভাবছে, তার ওপর। এটাই মনে হয়, সঠিক উপায়।
রণবীর আরও বলেছেন, বিয়ে নিয়ে এখনই আমি কিছু সিদ্ধান্ত নিইনি।
রণবীর বলেছেন, তিনি চান যে, লোকে তাঁকে একজন অভিনেতা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও তাঁকে পছন্দ করুক। তিনি আরও বলেছেন, কখনও কখনও খবর সত্যি হয়, আবার কখনও ভুলও হয়। কারুর ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু গুজবের জন্য কারুর সম্পর্কের বদনাম হচ্ছে কিনা, সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ, সম্পর্ক খুবই স্পর্শকাতর বিষয় এবং তা বজায় রাখার জন্য সতর্ক থাকতে হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement