Brahmastra 2: ফ্রেমে ফ্লপ 'রালিয়া' ? মুখ খুললেন রণবীর, 'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে কী আপডেট ?
Ranbir on Brahmastra 2: 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার সঙ্গে কেমিস্ট্রি জমেনি, অভিযোগের আঙুল তুলেছিল অনেকেই। অপমানের জবাব দিলেন রণবীর।
মুম্বই: 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার সঙ্গে একবিন্দুও কেমিস্ট্রি জমেনি, আগেই অভিযোগের আঙুল তুলেছিল অনুরাগীরা। ২০১৭ সালে অয়ন মুখোপাধ্যায়ের সেটেই আলাপ 'রালিয়ার'। যদিও বাস্তবে প্রেমে হাবুডুবু খেলেও, সিনেমায় তা ধরা পড়েনি। 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগেই জানা গিয়েছিল, ভারতের প্রথম মাল্টিভার্স ছবি হবে রণবীর আলিয়ার ফিল্ম। তিনটি পার্টে মুক্তি পাবে, এই ছবি। তবে 'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে বাতিল হওয়ার যাবতীয় জল্পনায় জল ঢেলে, ব্রহ্মাস্ত্র-র সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর (Ranbir Kapoor )।
ফ্রেমে ফ্লপ 'রালিয়া' ? মুখ খুললেন রণবীর
রণবীর কাপুর বলেছেন, তারা যাবতীয় সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। কোথায় খামতি রয়েছে, কোথায় কোন বিষয়টা কাজ করেনি, সেটা বুঝতে পেরেছেন। সেই সব কিছু মাথায় রেখেই তাঁরা এবার এগোচ্ছেন। 'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে তিনি জানিয়েছেন, তারা এনিয়ে সব সময় আলোচনায় রয়েছেন।পরের বছরের শুরুতেই শ্যুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন।
'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে কী আপডেট ?
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) ছবি 'ব্রহ্মাস্ত্র'তে (Brahmastra) মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, (Alia Bhatt) রণবীর কপূর (Ranbir Kapoor)। ছবিটি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছিল। আর সম্প্রতি পরিচালক প্রকাশ্য়ে আনেন নতুন তথ্য়। সম্প্রতি তিনি জানান, 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra) সিক্য়ুয়েলের দুটি ছবি অর্থাৎ 'ব্রহ্মাস্ত্র পার্ট টু' ও 'ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি' শ্য়ুট হবে একইসঙ্গে। পাশাপাশি তিনি (Ayan Mukerji) এও জানিয়েছিলেন যে, 'ব্রহ্মাস্ত্র পার্ট টু' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আরও ৩ বছর সময় লাগবে। এই ছবির গল্প শিবের বাবার জীবন নির্ভর প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে ।
আরও পড়ুন, 'উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ', হাসপাতালের বিছানা থেকে বিজয়ার শুভেচ্ছা রুবেলের, পাশে শ্বেতা
বড় ব্যবসা করেছিল এই ছবি
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর ২০২২শে মুক্তি পেয়েছিল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত, আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছিলেন যে আয়ের বিচারে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) বছরের বিশ্বসেরা হিন্দি ছবির মধ্যে প্রথম নম্বরে স্থান করে নিয়েছিল। ছবি মুক্তির ২৫ দিন পর্যন্ত ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি (Brahmastra)।