Randeep Hooda Marriage: সুস্মিতার প্রাক্তন, ৪৭ বছরে বিয়ের পিঁড়িতে রণদীপ হুডা! পাত্রীও বলি-অভিনেত্রী
Randeep Hooda Marriage Update: শোনা যাচ্ছে, মণিপুরের ইম্ফলে আগামী ২৯ নভেম্বর বিয়ে করবেন তাঁরা। এরপরে অবশ্য মুম্বইতে রিসেপশনের আয়োজন করেছেন রণদীপ
কলকাতা: বলিউডে ফের বিয়ের সানাই! সামনেই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda), পাত্রী মণিপুরের বাসিন্দা লিন লাইশরাম। তিনিও গ্ল্যামার দুনিয়ার অংশ। মডেলিং ও অভিনয় করেন তিনি।
একসময় শোনা যেত সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে রণদীপের সম্পর্কের গুঞ্জন। দীর্ঘদিন ধরে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক এখন অতীত। ৪৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন রণদীপ, তাঁর সঙ্গে লিনের বয়সের ফারাক ১০ বছর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই বিয়ের খবর জানিয়েছেন অভিনেতা। তবে মায়ানগরী নয়, শোনা যাচ্ছে মণিপুরেই নাকি বিয়ে করবেন রণদীপ। ঐতিহ্যবাহী মণিপুরী রীতির মাধ্যমে গাঁটছড়া বাঁধবেন বলিউডের এই নায়িকা।
শোনা যাচ্ছে, মণিপুরের ইম্ফলে আগামী ২৯ নভেম্বর বিয়ে করবেন তাঁরা। এরপরে অবশ্য মুম্বইতে রিসেপশনের আয়োজন করেছেন রণদীপ। মুম্বইয়ের বাইরে বিয়ে করলেও, মায়ানগরীর বন্ধুদের বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করতে চান না রণদীপ। মণিপুরে মহাকাব্যের থিমে সেজে উঠবে লিন এবং রণদীপের বিবাহ আসর। সম্প্রতি করিনা কপূর খান (Kareena Kapoor Khan), বিজয় বর্মা (Vijay Varma)-র সঙ্গে কাজ করেছেন তিনি।
তবে শুধু এই ছবিই নয়... লিন প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর ছবি দিয়ে। 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি, একটি জুয়েলারি ব্র্যান্ডেরও প্রতিষ্ঠাতা এই লিন। এই ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক - শামু সানা। স্কুলের পড়াশোনা শেষ করার জন্য মুম্বই চলে গিয়েছিলেন লিন। মুম্বই বিশ্ববিদ্যালয়ের সোফিয়া কলেজ ফর উইমেন থেকে স্নাতক হন তিনি। নিউ ইয়র্কে স্টেলা অ্যাডলার স্টুডিও অফ অ্যাক্টিং স্কুলে থেকেও শিক্ষা নিয়েছিলেন লিন। লিনের সাম্প্রতিক কিছু কাজের মধ্যে রয়েছে ‘মডার্ন লাভ: মুম্বই’। তিনি প্রথম পর্বের অংশ ছিলেন—রাত রানি-র।
View this post on Instagram
আরও পড়ুন: Ranbir Kapoor: দীপিকার শরীরে ছিল তাঁর নাম, কিন্তু আলিয়াকে এড়িয়ে রনবীর কার নাম লিখিয়েছেন কাঁধে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।