এক্সপ্লোর
Advertisement
রণবীর-দীপিকার চুম্বন, চটে আগুন বনশালী
মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর এখন একটাই চেষ্টা। কোনওমতে ভালয় ভালয় পদ্মাবতীর শ্যুটিংটা শেষ করতে চান তিনি।
এমনিতে ছবি নিয়ে তো বিতর্কের অন্ত নেই। রানি পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির অবৈধ সম্পর্ক দেখানো হয়েছে অভিযোগে রাজপুত কার্ণি সেনা নামে এক সংগঠন বারকয়েক এসে সেট ভাঙচুর করে গিয়েছে। পদ্মিনী ও আলাউদ্দিনকে ছবিতে একসঙ্গে একটা ফ্রেমেও দেখা যাবে না বলে বারবার দাবি করেছেন বনশালী। তাতে চিঁড়ে ভেজেনি এতটুকু, রাজপুতরা তাঁর ওপর বেজায় খাপ্পা।
এই পরিস্থিতিতে বনশালী পই পই করে ছবির আলাউদ্দিন রণবীর সিংহ ও রানি পদ্মিনী দীপিকা পাড়ুকোনকে বলেছিলেন, তাঁদের ব্যক্তিগত জীবনের প্রেম এই সময়টা প্রকাশ্যে না আনতে, একসঙ্গে যেন কিছুতেই দেখা না যায়।
কিন্তু সেই নিষেধাজ্ঞা কিছুদিন মেনে চললেও এখন আবার একসঙ্গে মাঝেমধ্যেই ইতিউতি দেখা যাচ্ছে রণবীর-দীপিকাকে। আর এবার বনশালীর সবথেকে যাতে ভয় ছিল বেশি, তাই ঘটেছে, দুজনের চুম্বনের ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
বনশালীর এক ঘনিষ্ঠ জানিয়েছেন, দীপিকা-রণবীরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বনশালীর কোনও মাথাব্যথা নেই। ছবি মুক্তির আগে পরস্পরের ঘনিষ্ঠ ইমেজটা তিনি তাঁদের তুলে ধরতে বারণ করেছিলেন কারণ তাতে ছবির আরও ক্ষতি হতে পারে।
১৭ নভেম্বর পদ্মাবতীর মুক্তি। ছবির প্রযোজক ভায়াকম ১৮ মোশন পিকচারও একান্তভাবে চেয়েছে, মুক্তির আগে রণবীর-দীপিকার কোনও ছবি যেন কোনওভাবেই প্রকাশ্যে না আসে। কিন্তু যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে চুমু খেয়ে ফেলেছেন দীপিকা-রণবীর। নাঃ, বনশালীর সময়টা সত্যি ভাল যাচ্ছে না!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement