এক্সপ্লোর
Advertisement
মিকি-মিনির বেশে রণবীর-দীপিকার কার্টুন ছবি!
রণবীর মিকি মাউস আর দীপিকা মিনি মাউস! হাতে আবার হাতা আর নুনের কৌটো। সঙ্গে লেখা, 'দিল কা রাস্তা পেট সে হোকে যাতা হ্যায়'। আলাউদ্দিন আর পদ্মাবতীর এই মজার ছবি মুহূর্তে ভাইরাল হল নেট দুনিয়ায়।
মুম্বই: রণবীর মিকি মাউস আর দীপিকা মিনি মাউস! হাতে আবার হাতা আর নুনের কৌটো। সঙ্গে লেখা, 'দিল কা রাস্তা পেট সে হোকে যাতা হ্যায়'। আলাউদ্দিন আর পদ্মাবতীর এই মজার ছবি মুহূর্তে ভাইরাল হল নেট দুনিয়ায়।
কোয়ারেন্টাইনে একে অপরের সঙ্গে কাটোনোর পর্যাপ্ত সময় পেয়েছেন টিনসেল টাউনের অন্যতম প্রিয় জুটি। রণবীর সিংহ আর দীপিকা পাড়ুকোন। কখনও ঝগড়া, খুনশুটি, কখনও রান্না, সিনেমা, শরীরচর্চা, দিব্যি সময় কেটে যাচ্ছে দীপভীরের। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট স্বচ্ছন্দ তাঁরা। নিজেদের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন হামেশাই।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের রসায়ন দারুণ। প্রায় প্রতিদিনই তাঁর জন্য নতুন নতুন রান্না করেছেন দীপিকা, কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে একথা বলেছিলেন রণবীর। এবার পোস্ট করলেন নিজের আর দীপিকার একটি ছবি। সত্যি সত্যি ছবি নয়। জনপ্রিয় কার্টুন মিকি মাউস আর মিনি মাউসের ছবিতে কারসাজি করে বসানো হয়েছে রণবীর আর দীপিকার মুখ। কালো পোশাকে মিকির সাজে হাতা হাতে দাঁড়িয়ে রণবীর। লাল পোশাকে মাথায় বো বেঁধে দীপিকা। কার্টুনের নিচে লেখা সেই জনপ্রিয় লাইন, 'মনের রাস্তা পেটের মধ্যে দিয়ে যায়!'
লকডাউনে ঘরবন্দি হয়ে শখ মিটিয়ে রান্না করছেন দীপিকা। খাবার ছবিও পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে ফাঁস করেছেন তাঁদের দাম্পত্য জীবনের খুনশুটির কথা। কখনও জানিয়েছেন কোয়ারেন্টাইনে ২০ ঘন্টাই নাকি ঘুমিয়ে কাটাচ্ছেন রণবীর। কখনও বলেছেন, সবসময় তাঁর কাজ করার অভ্যাসে বিরক্ত হয়ে রণবীর তাঁকে নাম দিয়েছেন 'ফটফট'
রণবীরের পোস্ট করা কার্টুনে হাতে খাবার বানানোর জিনিস যে দীপিকার বিভিন্ন রান্না করারই ইঙ্গিত কিনা তা তিনি অবশ্য লেখেননি। অনুরাগীরা কিন্তু বেশ উপভোগ করছেন প্রিয় জুটির এই মজার ছবি। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই পোস্ট।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement