Deepika Padukone: তুঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন! এরইমধ্য়ে দীপিকার ছবিতে রণবীরের করা মন্তব্য়ে শুরু জল্পনা
Ranveer Singh Deepika Padukone: বলিউডের চর্চিত কাপলদের মধ্য়ে অন্য়তম রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

কলকাতা: বরাবরই খবরের লাইমলাইটে থাকতে অভ্য়স্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আজ গোলাপি পোশাকে একটি বারবি লুকের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই রণবীর সিংহর দেওয়া কমেন্টে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত বেশকিছু ধরে বিটাউনে এই ডুয়োর বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।
দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) এই ছবি একটি অ্য়াড শ্য়ুটের জন্য়। সেখানে একটি মজার ইমোজি পোস্ট করেছেন রণবীর সিং। এই ছবিতে দীপিকার (Deepika Padukone) এক অনুরাগী লিখেছেন, "সে একজন বার্বি!", আরও একজন ভক্ত দীপিকারে 'ভারতীয় বার্বি' বলেও ডাকেন।
আরও পড়ুন...
বিশ্বসেরা 'স্ট্রিট ফুড' মিষ্টির তালিকায় স্থান পেল ভারতীয় 'মাইসোর পাক', 'কুলফি', রইল পুরো তালিকা
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর ডেট করার পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এইদুজন 'রাম-লীলা', 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত' এবং '83' সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদের খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এরইমধ্য়ে দীপিকা এই মাসে তার জন্মদিনে রণবীরের ছবি পোস্ট শেয়ার করেননি। আর সেটাই আগুনে ঘি যোগ করেছিল।
যদিও পরে, রণবীর দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি কালো এবং সাদা ছবিও শেয়ার করেছেন। ছবিটিতে রণবীর এবং দীপিকাকে দেখা যাচ্ছে, একটি জাহাজের ভিতরে তারা বাইরে ঝুঁকেছে। ক্যামেরা থেকে দূরে মুখ নিয়ে হাসিমুখে দীপিকা চোখ বন্ধ করে রেখেছিলেন। রণবীর হেসে লেন্সের দিকে তাকালেন, দীপিকার পাশে বসে আছেন। ছবিটি শেয়ার করে রণবীর ক্যাপশনে লিখেছিলেন, "জন্মদিনের ভালোবাসাভরা শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।"
আরও পড়ুন...
বয়স কমাবে কেমিক্যাল ককটেল, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের দাবি ঘিরে আলোড়ন
দীপিকা সম্প্রতি একটি সাক্ষাত্কারে রণবীরের সঙ্গে তাঁর ডেট নাইট সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন তাঁর কাছে ডেট করার মানে হল, বাইরে ঘুরতে যাওয়া নয়, বরং একসঙ্গে ঠান্ডা ঘরে বসে থাকা। তিনি বলেছেন, একই ইন্ডাস্ট্রিতে থাকার দরুণ তাদের ভাল সময় কাটানোর ধারণা হল সিনেমা দেখা এবং বিভিন্ন রকম খাবার খাওয়া।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই 'পাঠান' ছবিতে ফাটাফাটি অ্যাকশন করতে দেখা যায় দীপিকাকে। প্রসঙ্গত, 'জওয়ান' ছবিতেও ক্যামিও চরিত্রে অ্যাকশন করবেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial






















