Rehna Hai Tere Dil Mein: ২৩ বছর পর ফের বড়পর্দায় মাধবন-দিয়া মির্জা জুটি! ফিরছে 'রহেনা হ্যায় তেরে দিল মে'
RHTDM: দিয়া মির্জা ও আর মাধবনের ছবি 'রহেনা হ্যায় তেরে দিল মে' ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য তৈরি। পুরনো নানা বিখ্যাত ছবি ফের দর্শকের চাহিদায় প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার নয়া ট্রেন্ড শুরু হয়েছে।
![Rehna Hai Tere Dil Mein: ২৩ বছর পর ফের বড়পর্দায় মাধবন-দিয়া মির্জা জুটি! ফিরছে 'রহেনা হ্যায় তেরে দিল মে' Rehna Hai Tere Dil Mein Re Release R Madhavan Dia Mirza movie announced by producer Entertainment News Rehna Hai Tere Dil Mein: ২৩ বছর পর ফের বড়পর্দায় মাধবন-দিয়া মির্জা জুটি! ফিরছে 'রহেনা হ্যায় তেরে দিল মে'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/27/6e9ef3390db23a974680eb4b748f59da1724767294456229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ফের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 'রহেনা হ্যায় তেরে দিল মে' (Rehna Hai Tere Dil Mein)। ২০০১ সালের এই প্রেমকাহিনির মুখ্য দুই চরিত্র নজর কেড়েছিলেন দর্শকের। আর মাধবন (R Madhavan) ও দিয়া মির্জা (Dia Mirza) অভিনীত এই ছবি আদতে তামিল ফিল্ম 'মিন্নালে'র রিমেক। কবে প্রেক্ষাগৃহে আসছে RHTDM?
ফের প্রেক্ষাগৃহে আসছে 'রহেনা হ্যায় তেরে দিল মে', কবে?
দিয়া মির্জা ও আর মাধবনের ছবি 'রহেনা হ্যায় তেরে দিল মে' ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য তৈরি। পুরনো নানা বিখ্যাত ছবি ফের দর্শকের চাহিদায় প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার নয়া ট্রেন্ড শুরু হয়েছে। তাতে বেশ ভাল সাড়াও মিলেছে। এবার সেই পথেই হাঁটছেন 'রহেনা হ্যায় তেরে দিল মে' ছবির নির্মাতারা।
প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্ট এই ছবির পুনরায় মুক্তির কথা ঘোষণা করেছে। সংস্থা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয় একটি রিল। সেখানে ছবিতে যুবক অবস্থায় মাধবন, দিয়া ও সেফের দেখা মেলে। ক্যাপশনে লেখা হয়, '২৩ বছর পর, ভালবাসা ফের প্রেক্ষাগৃহের রাস্তা খুঁজে পেয়েছে। নিরন্তর রোম্যান্সের জাদু ফের উপভোগ করুন 'রহেনা হ্যায় তেরে দিল মে'র সঙ্গে। প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে এই শুক্রবার ৩০ অগাস্ট ২০২৪! আপনারা উত্তেজিত?'
কমেন্ট বক্স ভরেছে অনুরাগীদের উচ্ছ্বাসে। একজন লেখেন,'ধন্যবাদ আমাদের অনুরোধ রাখার জন্য।' আবার একজন লেখেন, 'আমার ইচ্ছাপ্রকাশ সবচেয়ে দৃঢ় ছিল।' আবার একজন লেখেন, 'আমি আশা করছি পাঞ্জাবের পাঠানকোটের পিভিআরেও শো থাকবে।'
View this post on Instagram
আরও পড়ুন: Shreyas Talpade: 'মেকি কথা বলার থেকে তো ভাল...', বলিউডের পার্টি প্রসঙ্গে মন্তব্য শ্রেয়স তলপড়ের
২০০১ সালে মুক্তি পায় 'রহেনা হ্যায় তেরে দিল মে'। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দিয়া মির্জা ও আর মাধবন। তামিল, কন্নড় ও ইংরেজি ছবিতে কাজ করার পর হিন্দিতে এই ছবির হাত ধরেই পা রাখেন। হিন্দি টেলিভিশন শোয়েও তার আগে কাজ করেছিলেন তিনি। গৌতম বাসুদেব মেনন পরিচালিত এই ছবি তামিল 'মিন্নালে'র রিমেক। ওই একই বছরে মুক্তি পায় সেই ছবিও। বক্স অফিসে দারুণ সাফল্য লাভ না করলেও, এই ছবির গানগুলি মানুষের মনে আজও টাটকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)