(Source: ECI/ABP News/ABP Majha)
Republic Day 2021: ৭২তম প্রজাতন্ত্র দিবস শুভেচ্ছা বলিউড তারকাদের
এই বিশেষ দিন উদযাপনের জন্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিতাভ বচ্চন থেকে জন আব্রাহাম। নিজের ট্যুইটার হ্যান্ডেলে অমিতাভ লেখেন, সুখ শান্তি থাকুক, নিরাপদ থাকুন, সুরক্ষিত থাকুন। কঙ্গনা লিখেছেন, প্রজাতন্ত্র দিবসে সংবিধানকে জানুন।
মুম্বই: আজ ৭২তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয়। তাই এই দিন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন এলাকায় বাজছে দেশাত্মবোধক গান। যদিও করোনা আবহে এবার রাজধানীতে উদযাপন বেশ খানিকটাই ফিকে হয়েছে।
এই বিশেষ দিন উদযাপনের জন্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিতাভ বচ্চন থেকে জন আব্রাহাম। নিজের ট্যুইটার হ্যান্ডেলে অমিতাভ লেখেন, সুখ শান্তি থাকুক, নিরাপদ থাকুন, সুরক্ষিত থাকুন। কঙ্গনা লিখেছেন, প্রজাতন্ত্র দিবসে সংবিধানকে জানুন। কীভাবে স্বাধীনতা পেয়েছি তা জানা উচিত। অনেকেই জনসংযোগের কাজ করেন। কৃতিত্ব নেন। ইতিহাসকে বিকৃত করেন। যোগ্য লোকেরা তাঁদের জীবন দিয়েছেন, জনসংযোগ করেননি।
আগামী ছবি সত্যবেম জয়তে ২-এর ছবি শেয়ার করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জন আব্রাহাম। বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী লিখেছেন, আসুন আমরা এই দিনটি উদযাপন করি। আমাদের দেশের ইতিহাসে গর্বের দিন আজ। এদিন অনুপম খেরে প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি শেয়ার করেন।
আজ সকাল ৯টা ৪৩ মিনিটে নিয়মমাফিক শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ডায়াস থেকে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এমনিতে অন্যান্য বছর কুচকাওয়াজ চলে ৯০ মিনিট ধরে কিন্তু এ বছর করোনার জেরে সময় অনেক কমিয়ে আনা হয়েছে। অন্যান্যবার কুচকাওয়াজ শুরু হয় বিজয় চক থেকে, শেষ হয় লাল কেল্লায়, পরিক্রমা করে মোট ৮.২ কিলোমিটার। এবার তা বিজয় চকে শুরু হলেও শেষ হয়েছে আগে, জাতীয় স্টেডিয়ামে। সব মিলিয়ে পরিক্রমা হয়েছে ৩.৩ কিলোমিটারের মত পথ।