এক্সপ্লোর
Advertisement
নয়া ছবির জন্যই চুল সাদা করেছেন, শারীরিক অবস্থা নিয়ে গুজব ওড়ালেন ঋষি কপূর
নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে যাওয়া ঋষি কপূর তাঁর চুলের রং বদলানো নিয়ে গুজব উড়িয়ে দিলেন। তিনি জানিয়েছেন, নয়া ছবির জন্যই চুলের রং বদলে সাদা করেছেন। এর সঙ্গে তাঁর শারীরিক অবস্থার কোনও সম্পর্ক নেই।
This is to dispel all notions and wrong speculations of my hair turning grey/white overnight. My hair was dyed by Awan Contractor for a film produced by Honey Trehan and Sony pictures directed by Hitesh Bhatia. Film is untitled. Trust this clears the air pic.twitter.com/0v5Z0nFcDN
— Rishi Kapoor (@chintskap) October 9, 2018
অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তোলা একটি ছবিতে ঋষির সাদা চুল দেখা যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। অনেকেই দাবি করেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই এই প্রবীণ অভিনেতার চুল সাদা হয়ে গিয়েছে। তবে ট্যুইটারে চুল সাদা করার ছবি পোস্ট করে ঋষি জানিয়ে দিয়েছেন, নাম না হওয়া একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। সেই কারণেই চুলের এই রং করতে হয়েছে।
This is the final look of the film. Sharma ji. All grey! Will revert to original hair colour soon pic.twitter.com/luM4MKGVs1
— Rishi Kapoor (@chintskap) October 9, 2018
এ মাসের ১ তারিখ ঋষির মা কৃষ্ণা রাজ কপূর প্রয়াত হয়েছেন। কিন্তু শেষকৃত্যে দেখা যায়নি ঋষিকে। এরপরেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও ঋষির ভাই রণধীর কপূর সেই জল্পনা খারিজ করে দেন। কিন্তু তাতেও গুজব বন্ধ হয়নি। ঋষির চুলের রং সেই গুজবে ইন্ধন দিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement