এক্সপ্লোর
Advertisement
বিমানবন্দরে সেলিব্রিটিদের ব্যবহার এমনটাই হওয়া উচিত, সারার প্রশংসায় পঞ্চমুখ ঋষি কপূর
বিমানবন্দরে সেলিব্রিটিদের কেমন আচরণ হওয়া উচিত, তার দৃষ্টান্ত স্থাপনের জন্য সারা আলি খানের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কপূর। অনেক সেলিব্রিটিকেই যেখানে আড়ম্বর, এয়ারপোর্ট লুক ও দেহরক্ষী-বেষ্টিত অবস্থায় দেখা যায়, সেখানে সারাকে কারুর সাহায্য ছাড়াই স্যুটকেস বয়ে টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে।
মুম্বই: বিমানবন্দরে সেলিব্রিটিদের কেমন আচরণ হওয়া উচিত, তার দৃষ্টান্ত স্থাপনের জন্য সারা আলি খানের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কপূর। অনেক সেলিব্রিটিকেই যেখানে আড়ম্বর, এয়ারপোর্ট লুক ও দেহরক্ষী-বেষ্টিত অবস্থায় দেখা যায়, সেখানে সারাকে কারুর সাহায্য ছাড়াই স্যুটকেস বয়ে টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে।
গত মঙ্গলবার লখনউ থেকে মুম্বইতে ফেরার সময় তাঁকে নিজের জিনিসপত্র ভরা স্যুটকেস বয়ে নিয়ে যেতে দেখা যায়।
View this post on Instagram@saraalikhan95 snapped at airport as she arrives back from #lucknow ❤️❤️ #instalove #manavmanglani
তাঁর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন ঋষি কপূরও। তাঁর ট্যুইট-আসাধারণ সারা, বিমানবন্দরে সেলিব্রিটিদের কী ধরনের আচরণ করা উচিত, তার উদাহরণ তুমি রাখলে। নিজের ব্যাগপত্তর বয়ে নিয়ে গেলে ক্ষতির তো কিছু নেই। বিমানবন্দরে কেউ নিতেও আসেনি। কোনও কালো চশনা নেই বা এয়ারপোর্ট লুকও নেই। কোনওরকম দ্বিধা না করেই আত্মবিশ্বাস দেখিয়েছ।View this post on Instagram#saraalikhan snapped at airport #video #instalove #manavmanglani
কেদারনাথ সিনেমার অভিনেত্রী হিমাচলপ্রদেশে কার্তিক আরয়ান ও রণদীপ হুডার সঙ্গে ইমতিয়াজ আলির আসন্ন একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে, শারীরিক অসুস্থতার চিকিত্সার পর এবার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ঋষি কপূর। এই প্রবীণ অভিনেতাকে আমেরিকায় গিয়ে দেখে এসেছেন কর্ণ জোহর, ভিকি কৌশল, বোমান ইরানি, দীপিকা পাড়ুকোন, আমির খান, আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া, সোনালী বেন্দ্রে ও জাভেদ আখতারের মতো বলিউডের তারকারা।Wonderful Sara. You set examples how celebrities should behave at the airport. No harm at all tugging your own baggage, no chamchas to receive and the icing on the cake! No dark glasses or an airport look. You show confidence with no insecurities. Atta girl! https://t.co/vj5MDBRW4v
— Rishi Kapoor (@chintskap) August 7, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement