Rituparna Sengupta: হিন্দি ছবিতে ঋতুপর্ণা, ফুটিয়ে তুলবেন মধ্যবয়সের দাম্পত্যের গল্প
Rituparna Sengupta New Film: ছবির নাম 'ইত্তর' অর্থাৎ আতর। মাঝবয়সী এর প্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছে এই হিন্দি ছবি। ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে এই ছবিতে দেখা যাবে শক্তিমান অভিনেতা দীপক তিজোরিকে
কলকাতা: ছবির নামে যেমন সুগন্ধ, পোস্টারেও যেন তাই। মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), দীপক তিজোরি (Deepak Tijori) অভিনীত ছবি 'ইত্তর' (Ittar) ছবির মোশন পোস্টার। সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম লুক শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। এক মধ্যবয়স্ক দম্পতির রসায়নকে ফুটিয়ে তুলবে এই ছবি।
ছবির নাম 'ইত্তর' অর্থাৎ আতর। মাঝবয়সী এর প্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছে এই হিন্দি ছবি। ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে এই ছবিতে দেখা যাবে শক্তিমান অভিনেতা দীপক তিজোরিকে। ঋতুপর্ণা এখানে অভিনয় করছেন আভা নামে একজন শিক্ষিকার ভূমিকায়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বীণা বক্সী। ২০১৩ সালে ‘দ্য কফিন মেকার’ ছবিটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Rishav Basu Exclusive: 'বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে অভিনয় জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা', অকপট ঋষভ
২০২১ সালের শেষের দিকে এই ছবি শ্যুটিং হয়েছে। বাংলা ও হিন্দি, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন ঋতুপর্ণা। তবে 'ইত্তর'-একেবারেই অন্যধারার ছবি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, 'যাঁদের জীবন তাঁদের দ্বিতীয়বার সুযোগ দেয় তাঁরা সত্যিই ভাগ্যবান। এর মাঝবয়েসী দম্পতি একে অপরের সঙ্গে থেকে যখন সাবলীল অনুভব করে.. কিন্তু জীবন, ভালবাসা এত সোজা নয়।' ট্রাইফোর্স এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবির 'ইত্তর'-এর প্রথম লুক। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন দীপক তিজোরি। আসুন, ফের প্রেমে পড়ে যান।'
যে পোস্টার শেয়ার করেছেন ঋতুপর্ণা, সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি লাল গোলাপের গন্ধ নিচ্ছেন। পাশে দীপক। অভিনেত্রীর ভিন্ন ধারার ছবিতে অভিনয়ের তালিকা নেহাৎ কম দীর্ঘ নয়। এই ছবি নিয়েও দর্শকদের মধ্যে প্রত্যাশা রয়েছে।