Roopa Ganguly: 'কফি হাউজের সেই আড্ডা'-র ৬ বন্ধুর গল্প এবার সিনেমার পর্দায়! মুখ্যভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায়
Roopa Ganguly in New Film: নতুন সিনেমা নিয়ে ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। নতুন সিনেমা, 'কফি হাউজের সেই আড্ডাটা'-র মুখ্যভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যয়কে

কলকাতা: আট থেকে আশি.. এখনও সবার প্রিয় মান্না দে-র গলায় সেই কিংবদন্তি গান, 'কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই'। এই গান যেমন একদিকে নস্ট্যালজিয়া একটা প্রজন্মের কাছে, আর অনেক নতুন প্রজন্মকেও কফি হাউজমুখী করেছে এই গান। আর এবার, সেই গানের নস্ট্যালজিয়া মেখেই তৈরি হচ্ছে সিনেমা। ছবির নাম, 'কফি হাউসের সেই আড্ডাটা'! ছবির কাস্টিংয়েও রয়েছে একগুচ্ছ চমক। সদ্যই 'রঘু ডাকাত' (Raghu Dakat) সিনেমায় দীর্ঘদিন পরে বড়পর্দায় দেখা গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)-কে। দীর্ঘদিন পরে বড়পর্দায় রূপা গঙ্গোপাধ্যায়কে দেখে আল্পুত অনুরাগীরা। প্রশংসাও পেয়েছিলেন বিস্তর। আর এবার, নতুন সিনেমা নিয়ে ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। নতুন সিনেমা, 'কফি হাউজের সেই আড্ডাটা'-র মুখ্যভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যয়কে।
ছবিটি যুগ্মভাবে পরিচালনা করেছেন, জেনি সরকার আর দীপায়ণ মন্ডল। রূপা গঙ্গোপাধ্যায় ছাড়া ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন, দোলন রায়, সুব্রত দত্ত, অনুষা বিশ্বনাথন, সৌম্য মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও অন্যান্যরা। ছবির গল্পটা কিছুটা এইরকম... ছেড়ে যাওয়া দেশের মাটির টানে, সুজাতা বিদেশ থেকে স্বদেশে ফিরে আসেন। উত্তরবঙ্গের এক পুরনো চা বাগানের বাগানবাড়ি থেকে, হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। ঠাকুরমার খোঁজে বিলেতফেরত নাতনি আহেরি যখন বাগানবাড়ির আনাচকানাচ তন্ন তন্ন করে খুঁজছে, তখনই তার হাতে আসে একটি ডায়েরি। সেখানে রয়েছেন, পুরনো চিঠি আর ছয় বন্ধুর গল্প! তারপর? এই রহস্য নিয়েই এগোবে গল্প।

ছবির নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জেনি বলছেন, 'আজও মান্না দে-র গাওয়া 'কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই' গান সব বাঙালির কাছেই ভীষণ প্রিয় আর নস্ট্যালজিক। আর এই গানই এবার বড়পর্দার বিষয়। সুজাতা, রমা, নিখিলেশ, ডি’সুজ়া, অমল, মইদুল— এই ছয় বন্ধুর কিছু কথা গানের দৌলতে মান্না দে-র গান শোনা প্রায় সমস্ত শ্রোতারা জানেন। কিন্তু সবটা জানেন কি? ছয় বন্ধুর কেউ কি কারও প্রেমে পড়েছিলেন? কেন রমা রায় দুরন্ত অভিনেতা হয়েও শেষজীবনে মানসিক রোগী? সংসার জীবনে সুখী সুজাতার শেষজীবন কেমন? উত্তর দেবে ছবি।'
ছবিটির প্রযোজনা করছেন, সুয়ান সিলভার স্ক্রিন। ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে, আপাতত চলছে এডিটিং-এর কাজ। ছবিটি ২০২৬ এ মুক্তির পরিকল্পনা আছে নির্মাতাদের। বাঙালির নস্ট্যালজিয়াকে মাথায় রেখে তৈরি এই ছবি হলে দর্শক টানবেন বলেই মনে করছেন নির্মাতারা।























