এক্সপ্লোর
Advertisement
হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানির মামলা
পানাজি: বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন একটি রিয়েল এস্টেট ফার্মের ম্যানেজিং পার্টনার।
এমগি প্রপার্টিস্-এর ম্যানেজিং পার্টনার মুদিত গুপ্ত গোয়ার সিভিল ডিভিশন কোর্টে মামলা রুজু করেছেন। তাঁর অভিযোগ, সুজান তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।
গুপ্তর আইনজীবী রনজিত শেঠ্ঠি জানিয়েছেন, আগামী ২০ জুলাই এই মামলার শুনানি।
প্রসঙ্গত, সম্প্রতি সুজানের বিরুদ্ধে ১.৮৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ তোলে এমগি প্রপার্টিস্। পানাজি থানায় এফআইআর দায়ের করে তারা। তাদের দাবি, নিজেকে স্থপতি বলে ভুয়ো দাবি করে সুজান তাদের কাছ থেকে একটি কন্ট্রাক্ট বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু সাংবাদিক বৈঠকে এই অভিযোগ অস্বীকার করেন সুজান। সেখানেই গুপ্তর বিরুদ্ধে সুজান অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ।
শেঠ্ঠি জানিয়েছেন, ওই বৈঠকে সুজান বলেন, গুপ্ত তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তিনি ‘সিঙ্গেল মাদার’ হওয়ায় গুপ্ত তাঁর ওপর চাপ তৈরি করার চেষ্টা করছেন। সুজান আরও বলেন, ওই সংস্থা সস্তার কোনও আর্কিটেক্ট চেয়েছিল। সুজানের এই মন্তব্যের প্রেক্ষিতেই মামলা রুজু করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement