Rukmini Maitra: সত্যবতীর সাজে রুক্মিণী মনে করালেন 'চারুলতা'-কে
Rukmini Maitra as Satyaboti: সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ছবি পোস্ট করে রুক্মিণী লেখেন, 'খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সত্যবতীর সঙ্গে। 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'-তে।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রথমবার রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) প্রকাশ করলেন সত্যবতীর লুকে তাঁর ছবি। এর আগে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর ছবি শেয়ার করেছিলেন দেব (Dev), তবে সেখানে স্পষ্ট ছিল না রুক্মিণীর মুখ। আজ নায়িকার প্রকাশ করা ছবিতে স্পষ্ট হল তাঁর সাজ। সাদায় কালোয় রুক্মিণীকে একেবারে পুরাতনী সাজে দেখা গেল। নাকে নথ, বাঁধা বিনুনিতে সত্যবতীর লুকে বেশ অন্যরকম দেখাচ্ছে অভিনেত্রীকে। হাতের দূরবীন মনে করাচ্ছে চারুলতা ছবির সেই আইকনিক পোজকে।
সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ছবি পোস্ট করে রুক্মিণী লেখেন, 'খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সত্যবতীর সঙ্গে। 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'-তে। ছবিতে সত্যবতীর শ্যুটিংয়ের অংশ শেষ হল আজ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ২টি ছবি শেয়ার করে নিয়েছিলেন দেব। সূর্যের সামনে দাঁড়িয়ে রুক্মিণী আর দেবের সাজ স্পষ্ট নয়। কেবল বোঝা যাচ্ছে রুক্মিণীর হাতের শাঁখা-পলা, লম্বা বিনুনি। অপর ছবিতে প্রায় গোটা টিমের ছবি রয়েছে। সেখানে ধুতি ও ফতুয়ায় দেখা গেল দেবকে।
এর আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবি শ্যুটিং থেকেই একটি ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বোলপুর এই ৩ জায়গায় শ্যুটিং চলেছে বিরসা দাশগুপ্তের নতুন ছবির। আর সেই ছবির শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলায় মজল টিম ব্যোমকেশ। ব্যাটিং করলেন দেব, উইকেট কিপিংয়ের দায়িত্বে রইলেন বিরসা। সোশ্যাল মিডিয়ায় দেবের এই ভিন্ন ভূমিকায় দেখে মজেছেন অনুরাগীরা।
রবীন্দ্রজয়ন্তীর দিন প্রকাশ্যে এসেছিল অজিত আর ব্যোমকেশের রসায়নের ছবি। সেই সঙ্গে ছবি মুক্তির দিন জানালেন খোদ পর্দার ব্যোমকেশই। সব ঠিক থাকলে, চলতি বছরেই ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত এই ছবির।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' গল্প অনুয়াযী তৈরি হচ্ছে বিরসার এই ছবি। ব্যোমকেশের চরিত্রে রয়েছেন দেব। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশকে। রুক্মিণীকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। নেতিবাচক ভূমিকায় দেখা যাবে সত্যমকে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্মসের যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ব্যোমকেশ।
আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?
আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?
View this post on Instagram