Rupam Islam Song: রূপমের গলায় ফের স্বাধীনতা সংগ্রামের প্রত্য়য়ী গান, মুগ্ধ শ্রোতারা
মুক্তি পেল অরুণ রায় পরিচালিত ছবি ‘৮/১২’-এর প্রথম গান ‘বিনয় বাদল দীনেশ’
কলকাতা: ভারতের স্বাধীনতার ইতিহাসে যাঁদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁদের মধ্য়ে অবশ্য়ই অন্য়তম বিনয়-বাদল-দীনেশ। তাঁদের সংগ্রামের কথা কারও আজানা নয়। এবার ইতিহাসের পাতা থেকে ছবির পর্দায় উঠে আসছে এই বীর তরুণদের গল্প। ছবির নাম ‘৮/১২’’। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হীরালাল সেন খ্যাত অভিনেতা কিঞ্জল নন্দ, নাট্যজগতের পরিচিত মুখ অর্ণ মুখোপাধ্যায়, রেমো, (সুমন বোস) ,অনুষ্কা চক্রবর্তী সহ আরও অনেকে।
‘৮/১২’-এর প্রথম গান‘বিনয় বাদল দীনেশ’গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকের মন জয় করেছে। সঙ্গীতপরিচালক সৌম্য ঋতর কথা ও সুরে গানটি গেয়েছেন রূপম ইসলাম। গানের বিষয়ে বলতে গিয়ে রূপম জানান যে দেশাত্মবোধক সঙ্গীত তাঁর কাছে খুবই পরিচিত। তিনি এও জানান যে তাঁর বাবা মা দুজনেই ছিলেন দেশাত্মবোধক সঙ্গীত ও গণ সঙ্গীত নির্মাতা। তাই এই ঘরানার গানের প্রতি তাঁর টান রয়েই গেছে। সৌম্য ঋত- এর সুর ও কথায় ‘৮/১২’ ছবির জন্য গাইতে পেরে যে তিনি যে অত্য়ন্ত আনন্দিত জানিয়েছেন সে কথাও। পাশপাশি ছবির সাফল্য় কামনা করে ছবির টিমকেও শুভেচ্ছাও জানান রূপম।
এই ছবির সঙ্গীত পরিচালক সৌম্য ঋত জানান রূপম ইসলামের কণ্ঠে লেখা এই গান আসলে দেশ ও বিনয় বাদল দীনেশ এর মতো বিপ্লবীদের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য।। এই গানের সুর রক মিউজিক এবং প্যারেড ঘরানার সঙ্গীতের এক আশ্চর্য মিশ্রণ। তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক ও পরিচালক অরুণ রায়কে। তাঁর উপর ভরসা রাখা ও স্বাধীন ভাবে গান তৈরীর করতে দেওয়ার জন্যও তিনি ধন্যবাদ জানিয়েছেন সম্পূর্ণ মিউজিকাল টিম এবং রূপম ইসলামকে। রূপমের কন্ঠের জাদুতে এই গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলে মনে করছেন সৌম্য ঋত।
গানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রযোজক কান সিং সোধা কে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অরুণ রায়। ‘৮/১২’ ছবির মত ছবিতে পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন । পাশাপাশি সৌম্য ঋত-এর গান পছন্দ করেছেন পরিচালক। বিনয় বাদল দীনেশ এর অনুপ্রেরণা তার সঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে বলেন মনে করছেন তিনি। ‘৮/১২’ ছবির এই প্রথম গান নিশ্চিত ভাবেই সমস্ত শ্রোতা দর্শক পছন্দ করবে বলেই দৃঢ় বিশ্বাস পরিচালকের।
তথ্য়সূত্র: টিম ‘৮/১২’