Saif Ali Khan Birthday: 'তোমার সঙ্গে অনন্তকাল থাকতে চাই', সেফ আলি খানকে শুভেচ্ছাবার্তা করিনার
'তোমার সঙ্গে অনন্তকাল থাকতে চাই', ইনস্টাগ্রামে সেফ আলি খানকে শুভেচ্ছাবার্তা করিনা কপূরের।
নয়াদিল্লি: আজ ৫১ বছরে পা দিলেন বলিউড অভিনেতা সেফ আলি খান। দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দের সপরিবারে ক্যামেরাবন্দি হন সেফ। নবাব পরিবার মলদ্বীপে সেফের জন্মদিন পালনের উদ্দেশে রওনা দেন। ফ্রেমবন্দি হন স্ত্রী করিনা কপূর, দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গির।
সোমবার, ১৬ অগাস্ট, সেফ আলি খানের জন্মদিন। স্বামী ৫১ তম জন্মদিনে মলদ্বীপে তোলা গোটা পরিবারের দুটো মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বেবো। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সেফ-করিনার সঙ্গে রয়েছে তাঁদের দুই পুত্র, তৈমুর ও জে। এতদিন পর্যন্ত প্রায় সমস্ত ছবিতেই জে-এর মুখের উপর ইমোজি বসিয়ে ছবি পোস্ট করতেন তিনি। তবে লক্ষ্যণীয় ব্যাপার যে, এই ছবিতে আর ছোট ছেলের মুখ লুকিয়ে পোস্ট করেননি অভিনেত্রী। মা-বাবা-দাদা ছবির জন্য পোজ দিলেও খুদে জে-কে অবশ্য শুয়ে থাকতে দেখা যায়। দ্বিতীয় ছবিতে নবাব দম্পতিকে পুলে সময় কাটাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন 'আমার জীবনের ভালবাসাকে শুভ জন্মদিন...তোমার সঙ্গে অনন্তকাল এবং তার পরেও আমি থাকতে চাই'। তাঁর পোস্টের কমেন্ট বক্স ভরেছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়।
সেফ আলি খানের জন্মদিনে সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সেফ আলি খানের বোন সাবা আলি খান মিষ্টি রিল ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখলেন, ‘বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা’। বাবার সঙ্গে দুটো ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। সঙ্গে লিখেছেন আবেগঘন ক্যাপশন।
সেফকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসও। লিখেছেন, ‘আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, সেফ আলি খান জি। ‘আদিপুরুষ’ ছবিতে সকলের আপনাকে দেখার জন্য অপেক্ষা করে আছি।’
কিছুদিন আগেই সেফ আলি খান ও করিনা কপূরের দ্বিতীয় সন্তান জে-এর ছবি প্রকাশ্যে আসে। যদিও ফেব্রুয়ারি মাসে তাঁর জন্মের পর থেকে বহুদিন পর্যন্ত ছেলের মুখ বা নাম লাইমলাইটে আনেননি সেফ - করিনা।