Saif Ali Khan Health Update: কথা বলছেন, হাসছেন.. পুরোপুরি সুস্থ হতে কতটা সময় লাগতে পারে সেফ আলি খানের?
Saif Ali Khan Update: লীলাবতী হাসপাতালের তরফ থেকে সদ্যই জানানো হয়েছে, এখন অনেকটা ভাল রয়েছেন সেফ আলি খান।

কলকাতা: এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন সেফ আলি খান (Saif Ali Khan)। গতকাল ভোর রাতে, তাঁর নিজের বাড়িতেই তাঁর ওপর হামলা করে আততায়ী। পিঠে, ঘাড়ে ও হাতে গুরুতর চোট লাগে অভিনেতার। হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে, ছেলে তৈমুর আলি খানকে নিয়েই হাসপাতালে হাজির হয়েছিলেন সেফ আলি খান। সেই সময়ে রক্তে ভিজে যাচ্ছিল তাঁর পোশাক। তবে তিনি হেঁটেই হাসপাতালে আসেন। তখন জুনিয়র চিকিৎসকেরা তাঁর প্রাথমিক শুশ্রূষা করেন। এরপরে সিনিয়র চিকিৎসকেরা তাঁকে দেখেন। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এখন কেমন আছেন সেফ আলি খান?
লীলাবতী হাসপাতালের তরফ থেকে সদ্যই জানানো হয়েছে, এখন অনেকটা ভাল রয়েছেন সেফ আলি খান। তিনি হাসছেন, কথা বলছেন, বিপদ সম্পূর্ণ কেটে গিয়েছে। তিনি হাঁটতেও পারছেন তবে চিকিৎসকেরা তাঁকে বেডরেস্ট নিয়ে বলেছেন। চিকিৎসকদের তরফ থেকে আজও জানা যাচ্ছে, তাঁর পিঠে যে আঘাত লেগেছিল, তা কেবলমাত্র শিরদাঁড়া ছুঁয়েছিল। তাতেই সেই আঘাত একটা গুরুতর যে শিরদাঁড়া থেকে ফ্লুইড বেরতে শুরু করে যায়। আঘাত যদি আরও গভীর হত, তাহলে সেফের শিড়দাঁড়ার চিরকালীন ক্ষতি হতে পারত।
চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু সেফের পিঠের আঘাত খুব গভীর, সেই কারণে বিপদ কেটে গেলেও একটা ইনফেকশন হওয়ার ভয় রয়েছে। তবে চিকিৎসায় খুব ভাল সাড়া দিচ্ছেন সেফ। যদি তিনি এভাবেই তাড়াতাড়ি সেরে উঠতে থাকেন, তাহলে ২ থেকে ৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ১ সপ্তাহের মধ্যেই ছোটে নবাব অনেকটাই ভাল হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা প্রত্যাশা করছেন। তাঁকে বিশেষ কেবিনে স্থানাস্তর করা হয়েছে।
আজ একজন চিকিৎসক জানান, সেফ যে আঘাত নিয়ে হেঁটে হাসপাতালে ঢুকেছেন, ওই পরিমাণ আঘাত নিয়ে কেউ হাঁটবে এটা চিকিৎসকেরা কেউ কল্পনাই করতে পারেন না। কিন্তু সেফ সোজা হেঁটেই হাসপাতালে এসেছিলেন। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। অন্যদিকে সেফের অ্যানাস্থেসিস্ট জানাচ্ছেন, সেফ হাসপাতালে এসে স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। তাঁর সঙ্গে সেইদিন রাতে ঠিক কী হয়েছে সেই সমস্ত কথা তিনি সজ্ঞানে বলছিলেন। এক মুহূর্তের জন্যও তিনি ব্যথায় জ্ঞান হারাননি।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সেফ আলি খান ১০০ শতাংশই সুস্থ হয়ে যাবেন। সেই সম্ভাবনাই রয়েছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। চিকিৎসকদের আশা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবেন সেফ
আরও পড়ুন: Saif Ali Khan: হাসপাতালে শর্মিলা-করিনা, আজ সেফের বয়ান রেকর্ড করতে পারে পুলিশ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
