Sajborsho: রিলায়েন্স ট্রেন্ডসের 'সাজবর্ষ' উপলক্ষ্যে প্রকাশিত হল নতুন মিউজিক ভিডিও, অংশ নিলেন আবীর, ইমন, দর্শনা
Sajborsho: নববর্ষ মানেই নতুন জামা, নতুন সাজ। সেই ভাবনাকে নিয়েই রিলায়েন্স ট্রেন্ডস (Reliance Trends) আয়োজন করেছিল সাজপার্বণ-এর।
কলকাতা: নববর্ষ মানেই নতুন জামা, নতুন সাজ। সেই ভাবনাকে নিয়েই রিলায়েন্স ট্রেন্ডস (Reliance Trends) আয়োজন করেছিল সাজবর্ষ-এর। বৃহস্পতিবার কলকাতার অবনি মলে আয়োজন হয়েছিল একটি অনুষ্ঠানের। তবে এই অনুষ্ঠানের সূচনা কিন্তু একদিনের নয়, এক মাস আগে থেকে আয়োজন করা হয়েছিল।
রিলায়েন্স ট্রেন্ডসের তরফ থেকে আয়োজন করা হয়েছিল দুটি প্রতিযোগিতার। প্রতিযোগীরা হয় খালি গলায় গানের ভিডিও পাঠাতে পারবেন, অথবা ছবি, রিল। যাঁরা গানের জন্য মনোনীত হবেন, তাঁরা গলা মেলানোর সুযোগ পাবে ইমন চক্রবর্তীর সঙ্গে। আর যাঁরা ফ্যাশানের প্রতিযোগিতায় অংশ নেবেন, তাঁরা স্ক্রিনশেয়ার করার সুযোগ পাবেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও দর্শনা বণিকদের (Darshana Bonik) সঙ্গে।
আরও পড়ুন: Alia Bhatt Ranbir Kapoor Wedding: বিয়ের সাজে রণবীর-আলিয়া, এক্সক্লুসিভ প্রথম ছবি
আজ, নববর্ষের আগে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও 'এসো হে বৈশাখ'। জয় সরকারের (Joy Sarkar) আয়োজনে নতুন মিউজিক ভিডিওতে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) সঙ্গে গলা মিলিয়েছেন বাছাই করা ৩ জন প্রতিযোগী। অন্যদিকে রিলায়েন্স ট্রেন্ডস-এর পোশাকে সেজে মার্জার সরনীতে হাঁটেন ৫ প্রতিযোগী। আজ তিনজন প্রতিযোগী মঞ্চেই গান পরিবেশন করেন। তাঁদের একজনের গান শুনে নাকি মঞ্চের পিছন থেকে বেরিয়েই এসেছিলেন মুগ্ধ ইমন।
আবীর বলেন, 'আমরা আজকাল নিজেদের উদযাপন করি না। অনেক খারাপ কথার ভিড়ে আমরা সবাই নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছি আমরা। নতুন বছরে আমরা নিজেদের ভালোবাসার শপথ নিই।' মঞ্চেই ইমন স্বীকার করেন, তিনি নাকি আবীরের ভক্ত। আবীরের সঙ্গে শ্যুটিং করতে গিয়ে বেশ লজ্জা পেয়েছিলেন তিনি। আবীরের সঙ্গে রোম্যান্স নয়, ক্যামেরার পিছন থেকে বলা হয়েছিল, ভাই-বোন মনে হচ্ছে তাঁদের।
অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি দর্শনাও। তবে আবীরের সঙ্গে ফ্রেম ভাগ করা হয়নি বলে আফশোস রয়ে গিয়েছে তাঁর। তবে নতুনদের সঙ্গে ঝলমলে অভিনয় করেছেন তিনিও।