Salman Khan Video: খুদে আয়াতের সঙ্গে নাচে মাতলেন সলমন খান, ভাইরাল ভিডিও
Salman-Ayat Dance Video: সলমনের জন্মদিনের পার্টির একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে বলিউড সুপারস্টার সলমনের বোনঝি আয়াতের সঙ্গে নাচের ভিডিও দেখে মন গলবেই আপনার।
![Salman Khan Video: খুদে আয়াতের সঙ্গে নাচে মাতলেন সলমন খান, ভাইরাল ভিডিও Salman Khan Adorable Video Dancing With Niece Ayat Is The Cutest Thing You'll See Today Salman Khan Video: খুদে আয়াতের সঙ্গে নাচে মাতলেন সলমন খান, ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/53e29410940e0505a144dc972c430dd6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ২৭ ডিসেম্বর বলিউড তারকা সলমন খানের (Salman Khan) ৫৬তম জন্মদিন ছিল। পানভেল ফার্মহাউসে পরিবার ও টিনসেল টাউনের ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে পালন করলেন বিশেষ দিনটি। সলমন এদিনের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় আদরের বোনঝি আয়াত শর্মার (Ayat Sharma) সঙ্গে নাচে মেতেছেন অভিনেতা। আনন্দের সঙ্গে মামাকে সঙ্গত দিচ্ছে একরত্তিও। আয়াত সলমনের বোন অর্পিতা খান ও অভিনেতা আয়ুষ শর্মার মেয়ে।
এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্মদিনের পার্টির একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে বলিউড সুপারস্টার সলমনের বোনঝি আয়াতের সঙ্গে নাচের ভিডিও দেখে মন গলবেই আপনার।
ভিডিওয় দেখা যায়, আয়াতকে কোলে করে নাচ করছেন সলমন। নাচের তালে হাসছে খুদে আয়াতও। ক্যাসুয়াল পোশাকে ক্যামেরাবন্দি অভিনেতা। অন্যদিকে মামার কোলে সুন্দর একটা গোলাপী-সাদা ফ্রক পরে দেখা গেল আয়াতকে। মুখে একগাল হাসি।
View this post on Instagram
প্রসঙ্গত আজই খুদে আয়াতেরও জন্মদিন। মেয়েকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দুটি ছবি পোস্ট করেছেন অভিনেতা আয়ুষ শর্মা। ছবিতে নীল পোশাকে বাবা-মেয়েকে ট্যুইনিং করতে দেখা যায়।
আরও পড়ুন: Shehnaaz Gill Video: ভাইরাল শেহনাজ গিলের নাচের ভিডিও, কটাক্ষ করে পোস্টে 'ট্রোলড' অসীম রিয়াজ
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)