Top Entertainment News: সলমনকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের, কলকাতায় শাহরুখ, সুহানা, অনন্যা, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতা: ভোররাত থেকেই কার্যত ঘুম উড়িয়ে দিয়েছিল এই ঘটনা। বারে বারেই চর্চায় উঠে আসছিল সলমন খানের (Salman Khan)-এ৮র বাড়ির সামনে গুলি চলার ঘটনা। আর এবার, এই ঘটনায় দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সকাল থেকেই এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। তবে সন্ধে গড়াতেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার ও সলমন খানকে কার্যত হুমকি দিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। অন্যদিকে আজ কলকাতায় নাইট রাইডার্সের ম্যাচ দেখতে হাজির শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে এসেছিলেন কন্যা সুহানা খান (Suhana Khan) ও ছেলে আব্রাম (Abram)। এসেছিলেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে (Anannya Pandya)। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন।
হামলার দায় স্বীকার করে সলমনকে খোলাখুলি হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
ভোররাত থেকেই কার্যত ঘুম উড়িয়ে দিয়েছিল এই ঘটনা। বারে বারেই চর্চায় উঠে আসছিল সলমন খানের (Salman Khan)-এ৮র বাড়ির সামনে গুলি চলার ঘটনা। আর এবার, এই ঘটনায় দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সকাল থেকেই এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। তবে সন্ধে গড়াতেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার ও সলমন খানকে কার্যত হুমকি দিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। প্রসঙ্গত, এই প্রথম নয়, গতবছর থেকেই বারে বারে প্রাণনাশের হুমকি পাচ্ছেন 'ভাইজান'। আর এই ঘটনার মাথায় রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। যদিও এই গ্যাঁয়ের মাথা আপাতত জেলবন্দি রয়েছেন। কিন্তু আজকের ঘটনায় দায়স্বীকার করেছে তাঁর গ্যাং। সমাজমাধ্যমের পাতায় হিন্দিতে লম্বা একটি পোস্ট করে সলমনকে হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। কী লেখা রয়েছে সেই পোস্টে? আনমোল বিষ্ণোইয়ের লেখা পোস্টে রয়েছে, 'আমাদের ওপর হওয়া অত্যাচারের বিহিত চাই। সলমন খান, যদি তুমি যুদ্ধ করতে চাও, তাহলে তাই হবে। আজকে যেটা হল, সেটা একটা ঝলক মাত্র, যাতে তুমি আমাদের ক্ষমতার আন্দাজ পাও। এরপরের গুলিটা কিন্তু বাইরে চলবে না। দাউদ আর ছোটা শাকিল নামের যে দুজন ব্যক্তিকে তুমি ভগবানের মতো মেনে চলো, এই নামের দুটো কুকুর আমি আমার বাড়িতে পুষেছি। এর চেয়ে বেশি কথা বলার লোক আমরা নই। জয় শ্রী রাম।'
অভি আর বাবলির প্রেমের গল্পে রাজের নতুন ছবি
এ যেন আরও এক ঘরোয়া গল্প, আরও এক মিষ্টি প্রেমের গল্প। নববর্ষে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র উপহার, নতুন ছবি 'বাবলি' (Babli)-র টিজার। আর সেখানে, অভি আর বাবলির ভূমিকায় নজর কাড়লেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। বুদ্ধদেব গুহ (Buddhadev Guha)-র উপন্যাস অবলম্বনে নতুন ছবি মুক্তি পাবে ৩০ অগাস্ট। এই উপন্যাস অনেকেরই পড়া। গল্পের নায়িকা 'বাবলি' বেশ মোটাসোটা, তবে মোটা হওয়া নিয়ে তার একটু দ্বন্দ্বও রয়েছে। আর ছবির নায়ক অভি? সে এক্কেবারে উল্টো। সাঁতার থেকে শুরু করে ব্যাডমিন্টন, সবেতেই সে পোক্ত। এহেন বাবলি আর অভি কাছাকাছি আসে একে অপরের। প্রেমে পড়ে। বাবলির নিজের মোটা হওয়া নিয়ে 'অবসেশন' থাকলেও, অভির কাছে এসে যেন কেটে যায় সবটা। কিন্তু কাছাকাছি এসেও যেন পরিণতি পায় না বাবলি আর অভির গল্প। এখানে বৃষ্টিভেজা বাবলি আর অভির প্রেমকে ভারি স্নিগ্ধতার সঙ্গেই তুলে ধরেছেন পরিচালক। বাবলি অভির ছাড়াছাড়ির মধ্যেই গল্পে আসে নতুন এক চরিত্র। ঝুমা। এই ভূমিকাতেই দেখা যাবে সৌরসেনী মৈত্র (Souroseni Maitra)-কে। অভি আর ঝুমার সম্পর্ক যেন আরও দূরে সরিয়ে দেয় বাবলিকে। তার মনে প্রশ্ন ওঠে। শেষমেষ কি এক হবে বাবলি আর অভি? উপন্যাসের পাতা থেকে উঠে আসা এই গল্পের উত্তর ছবির পর্দায়।
শাহরুখের সামনে কেকেআরের শাপমুক্তি
ম্যাচ তখন সবে শেষ হয়েছে। ২৬ বল বাকি থাকতে লখনউ সুপারজায়ান্টসকে গুঁড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বি ব্লকের বিখ্যাত সেই বক্স থেকে মাঠের মধ্যে প্রবেশ করলেন তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে কন্যা সুহানা, পুত্র আরিয়ান ও চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। বাংলা নববর্ষে ঘরের মাঠে কেকেআর (KKR) জিতেছে, তাও দাপট দেখিয়ে, তিনি, বরাবরের আবেগপ্রবণ কিংগ খান তো খুশি হবেনই। মাঠে ঢুকে প্রথমেই শ্রেয়স আইয়ারকে জড়িয়ে ধরলেন বাজিগর। তারপর একে একে আলিঙ্গন করলেন রিঙ্কু সিংহ, হর্ষিত রানা, বৈভব অরোরাদের। আলাদা করে গল্প করলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের সঙ্গে। কথা বললেন লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটারদের সঙ্গেও। তারপরই দেখা গেল এক ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন কেকেআরের টিম মালিক। সঙ্গে কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর। দীর্ঘক্ষণ কথা বললেন। হাসিমুখে দেখা গেল নাইট মালিককে।
হ্যাক করেছিলেন রুক্মিণীর ফেসবুক প্রোফাইল, কে এই নিশা?
১৩ এপ্রিল, শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, ফের হ্যাক হয়েছে তাঁর প্রোফাইল। তবে রবিবার, নববর্ষের দিন প্রকাশ্যে এল আসল 'সত্যি'। হ্যাক হয়ে গিয়েছে রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra)-র ফেসবুক প্রোফাইল নাকি গোটাটাই একটা ছবির প্রচার? জিৎ (Jeet)-এর সঙ্গে যে রুক্মিণী বুমেরাং (Boomerang) বলে একটি ছবিতে অভিনয় করছেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। নববর্ষের দিন প্রকাশ্যে এল সেই ছবিরই টিজা়র। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। আর সেই ছবির প্রচারের জন্যই রুক্মিণী প্রচার করেছিলেন যে তাঁর ফেসবুক প্রোফাইলটি হ্যাক হয়ে গিয়েছে। কিন্তু আসলে তা ভুল। কালকের গোটা দিনই রুক্মিণীর প্রোফাইল থেকে বেশ কিছু পোস্ট করা হয়েছে। সেগুলো অর্থহীন বলে মনে হলেও, সেগুলো আসলে রোবোটিক ভাষা। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে, একটি চরিত্র রোবটের। এই প্রথম এমন রোবটের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।
'তোমার সঙ্গেই বুড়ো হব...', বিবাহবার্ষিকীতে রণবীরের উদ্দেশে লিখছেন আলিয়া
পায়ে পায়ে ২ বছর, বিয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্ট করে রণবীর কপূরকে (Ranbir Kapoor) ভালবাসা জানালেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় আজ একটি সাদা কালো ছবি শেয়ার করে নিয়েছে আলিয়া ভট্ট। লিখেছেন, 'খুশির ২ বছর'। এখানেই শেষ নয়, সঙ্গে একটি বৃদ্ধ-বৃদ্ধার ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, 'আমাদের ভালবাসার এমন আরও বর্ষপূর্তি আসুক, প্রত্যেক বছর'। ২ বছর আগে, আজকের দিনেই মুম্বইতে নিজেদের আদি বাড়িতে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। আলিয়া-রণবীরের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। বিয়ের আগে লিভ ইনও করতেন তাঁরা। সময় বদলেছে, আলিয়া আর রণবীরের জীবনে এসেছে ছোট্ট রাহা। তাকে ঘিরেই এখন আলিয়া আর রণবীরের জীবন। কিছুদিন আগেই রাহাকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন রণবীর আলিয়া, সেখানে ঋষি কপূরের সঙ্গে রাহার চেহারার অবিকল মিল পেয়েছিলেন নেটিজেনরা।