Salman Khan in Kolkata: শহরে সলমন খান, যোগ দেবেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে
Kolkata International Film Festival: মঙ্গলবার সকালে শহরে পা রাখলেন 'টাইগার'। কালো পোশাকে পৌঁছলেন কলকাতা, পাশে দেখা গেল বাবুল সুপ্রিয়কে।
সৌমিত্র রায়, কলকাতা: আজ থেকে শহরে বসবে 'সিনেমার মেলা'। প্রত্যেক বছরের মতো কলকাতায় শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। আর তারই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির হলেন বলি তারকা সলমন খান (Salman Khan)।
কলকাতায় সলমন খান, যোগ দেবেন KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানে
শহরে এসে পৌঁছলেন বলিউডের ভাইজান। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন সলমন খান। সঙ্গে সঙ্গে পেলেন উষ্ণ অভ্য়র্থনা। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ও ব্লু ট্রাউজারে ভাইজানকে দেখতে সেই সাতসকালেই ভিড় জমান তাঁর অনুরাগীরা। তারকা অভিনেতার পাশে দেখা গেল বাবুল সুপ্রিয়কে।
ফ্যানেদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, নমস্কার করলেন সলমন। ভাইজানের জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েক বছরের মতো এবার, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না কিং খান। এই কথা শোনা গিয়েছিল আগেই। গত বছর ১৫ ডিসেম্বর, উদ্বোধন হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেবার ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বলেন, 'সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি'। তার আগের ৩ বছর কলকাতায় আসতে পারেননি তিনি। সেই সময়ে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে শাহরুখ মনে করিয়ে দেন, কলকাতার মতো উষ্ণ অভ্যর্থনা হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যায়। কিন্তু সেই বাদশাহই এবার অনুপস্থিত থাকবেন মঞ্চ থেকে। অবশ্য মঞ্চ আলো করে উপস্থিত থাকবেন 'টাইগার'।
অন্যদিকে, চলতি বছরের ১৩ মে এক দশকের বেশি সময় পর কলকাতায় এসেছিলেন সলমন। ইস্টবেঙ্গল তাঁবুতে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। শহরে এসেই দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে। যান কালীঘাটের বাড়িতে। ভাইজানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেকের সাক্ষাতের পর বেরিয়ে যান সলমন খান। কোনও বক্তব্য রাখেননি অভিনেতা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, 'সকল সাংবাদিক বন্ধুরা আজ আমার বাড়িতে এসেছেন, বিশেষ করে সলমন খানের জন্য। সলমন খান এসেছিলেন এবং ওঁদের ধন্যবাদ। আমি ওঁর নিরাপত্তা নিয়ে সত্যিই যথেষ্ট চিন্তিত। তাই ওঁকে নিজের খেয়াল রাখতে বলেছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।