Somy Ali: নাম না করে সলমনকে সাবধান করলেন সোমি আলি, টানলেন ঐশ্বর্য রাই প্রসঙ্গ
সদ্যই প্রাক্তন বলিউড অভিনেত্রী এবং সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি নাম না করে সলমন খানকে সাবধান করে দিয়েছেন। পাশাপাশি টেনেছেন ঐশ্বর্য রাইয়ের প্রসঙ্গও।
মুম্বই: বলিউড তারকা সলমন খানের (Salman Khan) প্রেমিকার তালিকা কম দীর্ঘ নয়। কখনও তাঁর প্রেমিকা হিসেবে নাম শোনা গিয়েছে সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani), কখনও ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan) তো কখনও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অথবা ইউলিয়া ভান্তুর। শোনা যায়, বর্তমানে তিনি ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি নাম না করে সলমন খানকে সাবধান করে দিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রাক্তন বলিউড অভিনেত্রী এবং সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Somy Ali) একটি পোস্ট করেছেন। যেখানে তিনি নাম না করে সলমন খানকে সাবধান করে দিয়েছেন। পাশাপাশি টেনেছেন ঐশ্বর্য রাইয়ের প্রসঙ্গও।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সোমি আলি সম্প্রতি একটি পোস্ট করেছেন। পোস্টটিতে একটি গানের স্টিল ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী। ছবিটি সলমন খান, ভাগ্যশ্রী অভিনীত 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির 'আতে জাতে হাসতে গাতে' গানের একটি দৃশ্যের। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'বলিউডের হারভে ওয়েনস্টেইন, তোমার মুখোশ একদিন খুলে যাবে। যে সমস্ত নারীদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছ, তাঁরা একদিন তোমার সমস্ত সত্যি ফাঁস করে দেবে। ঐশ্বর্য রাই বচ্চনের মতো।' সোমি আলির পোস্ট দেখে নেট নাগরিকরা দিব্যি বুঝতে পেরেছেন, তিনি কাকে ইঙ্গিত করে কথাগুলি লিখেছেন। যদিও নিজের এই পোস্টের কমেন্ট বন্ধ করে রেখেছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী। এখনও পর্যন্ত সোমি আলির এই পোস্ট ঘিরে কোনও প্রতিক্রিয়া দেননি সলমন খান। এমনকি ঐশ্বর্য রাই বচ্চনের নাম উল্লেখ করার জন্যও কোনও মতামত দেননি অভিনেত্রী।
আরও পড়ুন - Salman Khan: অস্কারের মঞ্চে চড় কাণ্ডে মুখ খুললেন সলমন, কার পাশে দাঁড়ালেন ভাইজান?
প্রসঙ্গত, নয়ের দশকে বেশ কিছু সময় সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি আলি। বেশ কিছু সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তিনি সলমনকে বিয়ে করার জন্যই বলিউডে আসেন। তাঁরা যেহেতু তাঁদের সম্পর্কে খুশি ছিলেন না, তাই তাঁদের বিচ্ছেদ হয়। বর্তমানে নানা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিক্রিয়া দেন সোমি আলি। এর আগেও আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর শাহরুখ-পুত্রের পাশে দাঁড়ান তিনি।