Salman Khan: ১৩ বছর পরে কলকাতায় সলমন খান, আসছেন সোনাক্ষী, জ্যাকলিনও
Salman Khan News: ইতিমধ্যেই কলকাতায় এই বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং সলমন খানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে গিয়েছে তাঁর টিম। ইকো পার্কে হবে অনুষ্ঠানটি
কলকাতা: বছর ১৩ বাদে কলকাতায় আসছেন সলমন খান (Salman Khan)। আগামী বছরের শুরুতেই, ২০ জানুয়ারি ‘দবং - দ্য ট্যুর রিলোডেড কলকাতা’-র বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের 'ভাইজান'।
সলমনের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন সোনাক্ষী সিংহ (Sonakkhi Sinha), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), পূজা হেগড়ে (Pooja Hegde), প্রভু দেবা (Prabhu Deva), আয়ুষ শর্মা (Ayush Sharma), সুনীল গ্রোভার (Sunil Grover), গুরু রণধাওয়া (Guru Randhawa) সহ বহু তারকা।
ইতিমধ্যেই কলকাতায় এই বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং সলমন খানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে গিয়েছে তাঁর টিম। ইকো পার্কে (Eco Park) হবে অনুষ্ঠানটি।
সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সলমন খান। আপাতত বিগ বস ১৬ (Big Boss 16)-এর সঞ্চালনা করছেন সলমন খান। অসুস্থ হয়ে সাময়িকভাবে সঞ্চালনার কাজ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়ে বিগ বস-এর সঞ্চালনা করছিলেন কর্ণ জোহর (Karan Johar)। সুস্থ হয়ে আবার স্বমহিমায় সেটে ফিরেছেন সলমন।
আপাতত ২০ জানুয়ারির অপেক্ষায় দিন গুনছেন সলমনের কলকাতাবাসী অনুরাগীরা। ১৩ বছর পরে শহরে আসবেন প্রিয় তারকা। তাঁর জন্য কী কী চমক সাজায় তিলোত্তমা, নজর এখন সেদিকেই।
View this post on Instagram