এক্সপ্লোর
‘ভারত’-এর নতুন গান ‘স্লো-মোশান’-এর টিজার শেয়ার করলেন সলমন খান
‘ভারত’-এর নতুন গান ‘স্লো-মোশান’-এর টিজার শেয়ার করলেন সলমন খান

নয়াদিল্লি: সলমন খান অভিনীত ‘ভারত’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। আর তার আগেই ছবির নতুন গানের টিজার টুইট করলেন সলমন খান। নতুন গান ‘স্লো-মোশান’-এর টিজার ভিডিও শেয়ার করে তিনি লিখলেন, ‘জীবন স্লো-মোশানে যাবে’। গানটি আগামীকাল থেকে দর্শকদের সামনে আসবে।
Life slow-motion mein jaane wali hai #SlowMotionTeaser OUT NOW - https://t.co/LP1a4LEgUh@Bharat_TheFilm @aliabbaszafar @atulreellife @itsBhushanKumar #KatrinaKaif #Tabu @bindasbhidu @DishPatani @WhoSunilGrover @norafatehi @nikhilnamit @reellifeprodn @SKFilmsOfficial @TSeries
— Salman Khan (@BeingSalmanKhan) April 24, 2019
নিজের বিভিন্ন লুক শেয়ার করে দর্শকদের আগ্রহ ধরে রাখছিলেন সলমন খান। ১৯৬৪ থেকে ২০১০ সময় সারণীর মধ্যে ছবিতে নিজের চেহারার পরিবর্তনের ছবি শেয়ার করেছেন সলমন। ছবিতে সলমন খানের বিপরীতে মূখ্য চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কইফকে। এছাড়াও ছবিতে রয়েছেন নোরা ফতেহি, সুনীল গ্রোভার, দিশা পাটানি ও টাবু। সলমনের বাবার চরিত্রে দেখ যাবে জ্যাকি শ্রফকে। ৫ জুন ঈদের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভারত’। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















