করোনাভাইরাস: ভারতের সভ্যতা মেনে 'নমস্তে' বা 'সালাম' জানিয়ে অভিবাদন জানান, নেটিজেনদের আহ্বান সলমন খানের
গত শনিবার, ইনস্টাগ্রামে সলমনের ফলোয়ার সংখ্যা ৩ কোটি ছুঁয়েছে।
![করোনাভাইরাস: ভারতের সভ্যতা মেনে 'নমস্তে' বা 'সালাম' জানিয়ে অভিবাদন জানান, নেটিজেনদের আহ্বান সলমন খানের Salman Khan urges netizens to greet with namaste, salaam amid Coronavirus scare করোনাভাইরাস: ভারতের সভ্যতা মেনে 'নমস্তে' বা 'সালাম' জানিয়ে অভিবাদন জানান, নেটিজেনদের আহ্বান সলমন খানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/06012211/salman.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনাভাইরাস আতঙ্কের মধ্যে দিয়ে চলছে দেশ। এই পরিস্থিতিতে ভারতের ঐতিহ্য মেনে 'নমস্তে' বা 'সালাম' প্রথা অবলম্বন করে একে অপরকে স্বাগত, সম্ভাষণ বা অভিবাদন জানাতে নেটিজেনদের উদ্দেশ্যে পরামর্শ দিলেন বলিউড তারকা সলমন খান।
এদিন নিজের একটি ছবি শেয়ার করেন অভিনেতা। সেখানে তাঁকে দেখা যায় নমস্তে' ঢঙে পোজ দিতে। বলেন, নমস্কার.. আমাদের সভ্যতায় নমস্তে এবং সালাম রয়েছে। যখন করোনাভাইরাস খতম হয়ে যাবে, তখন আবার হাত মেলান বা আলিঙ্গন করুন।
View this post on Instagram
গত শনিবার, ইনস্টাগ্রামে সলমনের ফলোয়ার সংখ্যা ৩ কোটি ছুঁয়েছে। সেজন্য তিনি তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ছোট ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে প্রথমে জোড়-হাতে দেখা যায় এবং পরে সালাম করতেও দেখা যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)