নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট সামান্থার
বিচ্ছেদ ঘোষণার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সামান্থা। দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তাও।
মুম্বই : সদ্যই দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী সামান্থা রথ প্রভু (Samantha)। এমন ঘোষণা করার পরই প্রশ্ন উঠেছে কেন এই দম্পতির মধ্যে বিচ্ছেদ হল। কিংবদন্তি অভিনেতা নাগার্জুনও ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জানিয়েছিলেন, দুজনের মধ্যে যা হয়েছে তা অত্যন্তই দুর্ভাগ্যজনক। পাশাপাশি ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছেন দুজনকে শক্তি দেওয়ার জন্য। বিচ্ছেদ ঘোষণার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সামান্থা। দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তাও।
আরও পড়ুন - Gauri Khan Birthday: মা গৌরী খানের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করলেন সুহানা
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রী সামান্থা রথ প্রভু লেখর ফরিদার একটি উক্তি তুলে ধরেছেন। যেখানে তিনি লিখেছেন, 'যখন মহিলারা কোনও কাজ করেন, তখন ধারাবাহিকভাবে এবং নীতিগতভাবে প্রশ্ন তোলা হয়। কিন্তু একই কাজ যখন পুরুষ করে, তখন কোনও প্রশ্ন ওঠে না। তাহলে এটাই বলতে হয়, আমরা মানে আমাদের সমাজের কোনও নীতিই নেই।' অভিনেত্রীর এমন পোস্টের পর অনুরাগীরাও তাঁকে সমবেদনা জানিয়েছেন কমেন্টে।
আরও পড়ুন - Freddy: 'ফ্রে়ডি' ছবির জন্য কীভাবে ১৪ কেজি ওজন বাড়িয়েছেন কার্তিক আরিয়ান?
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন সামান্থা। কখনও নিজের ছবি সংক্রান্ত পোস্ট করেন। আবার কখনও ফ্যাশন সংক্রান্ত ফোটোশ্যুটের ছবি দেন। তবে, তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে রোম্যান্টিক ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যায়। তাঁদের দুজনের সম্পর্কের রসায়ন ধরা পড়ে সেই সমস্ত ছবি এবং ভিডিওতে। কিন্তু যখন তিনি সকলকে চমকে দিয়ে বিচ্ছেদের ঘোষণা করেন, তখন স্বাভাবিকভাবেই অনুরাগী থেকে অন্যান্য তারকারা তাঁদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সামান্থা এবং নাগার বিচ্ছেদের জন্য আমির খানকে দায়ী করেছেন।
প্রসঙ্গত, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের ঘোষণায় সামান্থা লিখেছিলেন, 'সমস্ত শুভাকাঙ্খীদের জন্য জানাচ্ছি। চৈ এবং আমি স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে আলাদা হয়ে নিজের নিজের পথ বেছে নিয়েছি। আমরা ভাগ্যবান যে এতগুলো বছর আমাদের সম্পর্ক ছিল। বন্ধুত্ব ছিল। স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক না থাকলেও চৈ-এর সঙ্গে বন্ধুত্ব চিরকাল থাকবে। সমস্ত অনুরাগীদের এবং সংবাদমাধ্যমের কাছে আমি কৃতজ্ঞ এভাবে সমর্থন করার জন্য এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য।'